আগামী তিন থেকে চারদিন কলকাতা-সহ এ রাজ্যের কোথাও ভারী বৃষ্টির (West Bengal- Rainfall) পূর্বাভাস নেই। বুধবার এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাঁরা জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সঙ্গে দু’এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে বুধবার ও বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার কিছুটা বেশি বৃষ্টি হতে পারে শহর কলকাতায়। তবে টানা বৃষ্টি বা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন: পিজিতে আহত দলীয় কর্মীদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, বললেন মানুষই বদলা নেবেন
দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি (West Bengal- Rainfall) জারি থাকবে। এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হয়েছে। বুধবার তা দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূলে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় এই ঘূর্ণাবর্ত আরও শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হতে চলেছে। তবে এখনও পর্যন্ত যা অবস্থা তাতে বাংলায় এর কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহবিদরা।