নজরে ২১ জুলাই, গীতাঞ্জলি স্টেডিয়াম ক্যাম্প পরিদর্শনে অভিষেক

Must read

২১ জুলাই শ্রদ্ধা দিবসের প্রস্তুতি অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। বাংলার প্রতিটি ব্লক থেকে দলের নেতা-কর্মী-সমর্থকরা এসে উপস্থিত হবেন ২১ জুলাইয়ের সমাবেশে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। সল্টলেক সেন্ট্রাল পার্ক, কসবা গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ বিভিন্ন জায়গায় তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) গেলেন গীতাঞ্জলি স্টেডিয়ামে (Gitanjali Stadium)।

গীতাঞ্জলি স্টেডিয়াম মূলত মালদা ও মুর্শিদাবাদ ও নদিয়া জেলা থেকে আসা কর্মী-সমর্থকদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দায়িত্বে রয়েছেন স্থানীয় কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ। কয়েক দিন আগেই সেন্ট্রাল পার্কের তাঁবু পরিদর্শনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন বিকেলে তিনি গেলেন গীতাঞ্জলি স্টেডিয়ামে।

আরও পড়ুন: পিজিতে আহত দলীয় কর্মীদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, বললেন মানুষই বদলা নেবেন

আজ গীতাঞ্জলি স্টেডিয়ামে গিয়ে প্রথমেই শহিদ বেদিতে মাল্যদান করে ১৩ জন শহিদকে শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর কিছুক্ষণ তিনি গোটা স্টেডিয়ামে ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। কর্মী-সমর্থকদের সঙ্গে কথাবার্তা বলেন। খাওয়ার জায়গা থেকে মেডিক্যাল ক্যাম্প সমস্ত জায়গা ঘুরে দেখেন। প্রয়োজনীয় নির্দেশ দেন দায়িত্বে থাকা নেতাদের। এদিন অভিষেকের সঙ্গে ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেনও।

Latest article