পিজিতে আহত দলীয় কর্মীদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, বললেন মানুষই বদলা নেবেন

Must read

ফের কারো নাম না করে বিজেপিকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বললেন, শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে এবার মানুষই ওদের যাবতীয় কুকর্মের বদলা নেবেন। এরপরেই তৃণমূল সুপ্রিমো বলেন, কুৎসা, হিংসা, রক্ত ঝরাচ্ছে বিজেপি। গেরুয়া শিবিরের সরকার ফেলে দেওয়ার হুমকির জবাবে তীব্র তাচ্ছিল্যের সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আগে একটা বালতি উল্টে দেখাক! বুধবার বিকেলে এসএসকেএম হাসপাতালে নন্দীগ্রামে আহত দলীয় নেতা-কর্মীদের দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দেখে বেরনোর সময় সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভোট পরবর্তী হিংসায় যে কজন মারা গিয়েছেন তাঁদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন তৃণমূলের কর্মীরাই।

পঞ্চায়েত ভোটের সময় বা ভোট পরবর্তী হিংসায় আহত নন্দীগ্রামের তৃণমূলের নেতাকর্মীদের সাতজন এখনও ভর্তি রয়েছেন এসএসকেএম-এ ট্রমা কেয়ার ইউনিটে। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী সবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন। কীভাবে আক্রান্ত হয়েছেন, জানতে চান। তাঁদের হাতে আর্থিক সহায়তার চেক এবং উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ভোটের সময় বা তার পরবর্তী হিংসায় নিহতদের পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দেওয়া হচ্ছে আহত যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

আরও পড়ুন: ফের সেরার শিরোপা বাংলার, ১১টি জেলাকে ‘ভূমি সম্মান’ প্রদান রাষ্ট্রপতির

এরপরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, ওদের কোনও কাজকর্ম নেই। শুধু কুৎসা আর হিংসা ছড়াচ্ছে। বিভেদের রাজনীতি করছে। বিরোধী জোট দেখে ভয় পেয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী কথায়, আগামী নির্বাচনে মানুষ ভোটের মাধ্যমে এদের বদলা নেবে।

কথার কথায় বিজেপি বলছে, সরকার ফেলে দেবে। এই হুমকির জবাবে সেদিন তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “আগে একটা বালতি উল্টে দেখাক। অত সোজা নয়। ওদের সরকার উল্টে গেছে। কাল থেকে তো ভয় থরথর করে কাঁপছে।”

Latest article