আজ ঐতিহাসিক (historical) ২১শে জুলাই। এদিনের সভায় প্রধান বক্তা (chief speaker)মুখ্যমন্ত্রী (chief minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ছাড়া সমাজের বিভিন্ন স্তর থেকে বক্তারা থাকবেন একুশে জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চে। জানা গিয়েছে উপজাতি, হিন্দিভাষী, সংখ্যালঘু সমাজের তরফেও প্রতিনিধিরা থাকবেন আজকের এই সমাবেশে।
আরও পড়ুন-পোড়া কাপড়ের স্তূপ, রয়েছে পকেট ফায়ার, দেখুন ছবি
এদিন নিজের সোশ্যাল মিডিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের শ্রদ্ধা জানিয়ে লেখেন,‘অমর শহিদ, আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। ঐতিহাসিক একুশে জুলাই! তৎকালীন সিপিআইএম সরকারের অধীনে থাকা পুলিশের গুলিতে নিহত ১৩ জন শহিদদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’
জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই দলে দলে তৃণমূল কর্মীরা হাওড়া ও শিয়ালদা স্টেশনে আসছেন। এছাড়া শহরের বিভিন্ন জায়গায় তাঁদের রাতে থাকার ব্যবস্থা করা হয়।
30 years ago, 13 brave martyrs lost their lives while protesting to uphold democratic rights.
Their indomitable spirit, courage, and struggles continue to inspire us.
Today, on #ShahidDibas, we pay tribute to their valiant sacrifice! pic.twitter.com/2isHj2bgJ3
— All India Trinamool Congress (@AITCofficial) July 21, 2023