পোড়া কাপড়ের স্তূপ, রয়েছে পকেট ফায়ার, দেখুন ছবি

প্রসঙ্গত, আজ থেকে ৩৬ বছর আগে হাওড়ার মঙ্গলাহাট এভাবেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সেই থেকে পোড়া মঙ্গলাহাট নাম হয়ে গিয়েছিল

Must read

হঠাৎ করেই মধ্যরাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল মঙ্গলাহাট (Mangalahat)। পোশাক, খেলনা ও আরো অনেক সামগ্রীর হাট বসে এখানে। কাল বৃহস্পতিবা গভীর রাতে সেই হাটে আগুন লেগে যায়। পর পর দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের অন্তত ১৪টি ইঞ্জিন।

আরও পড়ুন-প্রতিবাদকে মিথ্যায় ঢাকতে চেয়েছিল বামেরা

শেষপাড়া খবর অনুযায়ী দমকল কর্মীরা জানিয়েছে, ‘জলের কোনও অভাব নেই এখানে। সামনেই গঙ্গা। দমকলের হেড কোয়ার্টারও এখানেই। ফল জল নিতে কোনও অসুবিধা হচ্ছে না। তবে যেহেতু সিংহভাগ কাপড়ের দোকান। এত দাহ্য বস্তু থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন।’

আরও পড়ুন-শহিদের রক্ত হয়নি ব্যর্থ

প্রসঙ্গত, আজ থেকে ৩৬ বছর আগে হাওড়ার মঙ্গলাহাট এভাবেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সেই থেকে পোড়া মঙ্গলাহাট নাম হয়ে গিয়েছিল। ফের বৃহস্পতিবার রাতে আগুন লাগে। এখানে কমপক্ষে সাড়ে পাঁচ হাজার দোকান। আজ শুক্রবার সকাল অবধি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ১৮টি দমকলের ইঞ্জিন কাজ করছে। জানা যাচ্ছে সেখানে রয়েছে পকেট ফায়ার।

Latest article