দুবাই, ১৯ অক্টোবর : ডেভিড ওয়ার্নারের দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না। সমালোচকদের এভাবেই একহাত নিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলে চূড়ান্ত ব্যর্থ ওয়ার্নার। টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগেও ফর্মে ফেরার কোনও ইঙ্গিত নেই বাঁ হাতি অস্ট্রেলীয় ওপেনারের ব্যাটে। সোমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছেন।
আরও পড়ুন : এবারের বিশ্বকাপ স্পিনারদের: রশিদ
সতীর্থের চরম দুঃসময়ে পাশে দাঁড়িয়ে ম্যাক্সওয়েলের মন্তব্য, ‘‘ডেভিডের দক্ষতা নিয়ে ভুলেও সন্দেহ করবেন না। ও ক্রিকেটের সব ফরম্যাটে চূড়ান্ত সফল। একজন মহাতারকা। আমি নিশ্চিত, খুব দ্রুতই চেনা ছন্দে ফিরবে।’’ ম্যাক্সওয়েলের বাড়তি সংযোজন, ‘‘প্রস্তুতি ম্যাচ দিয়ে কোনও বিচার করাটা মূর্খামি। শনিবার থেকে যখন টি-২০ বিশ্বকাপ শুরু হবে, তখন অন্য ওয়ার্নারকে আপনারা দেখবেন। কোনও সন্দেহ নেই, ও আমাদের দলের জন্য এবারের বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’’ এদিকে, বুধবার ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে অস্ট্রেলিয়া। ক্যাঙারু বাহিনীর জন্য সুখবর, হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ফিট অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ব্যাট করলেও তিনি বল করেননি। যদিও স্বয়ং স্টোইনিস জানাচ্ছেন, ভারতের বিরুদ্ধে বোলিং করার জন্য তিনি শারীরিক ও মানসিক ভাবে তৈরি। অস্ট্রেলীয় অলরাউন্ডারের বক্তব্য, ‘‘হ্যামস্ট্রিংয়ের চোট সেরে গিয়েছে। নিউজিল্যান্ড ম্যাচে বল না করলেও, বুধবারের ম্যাচে বল করার জন্য তৈরি।’’