সাফ জয় ‘বিশেষ সাফল্য’ নয়, ইগরের মাথায় এশিয়ান কাপ

Must read

নয়াদিল্লি, ১৯ অক্টোবর : রেকর্ড অষ্টমবার ভারত সাফ চ্যাম্পিয়ন হলেও তাকে বিশেষ সাফল্য বলছেন না জাতীয় কোচ ইগর স্টিমাচ। মঙ্গলবার রাতেই ভারতের অনূর্ধ্ব ২৩ ফুটবল দল নিয়ে দুবাই উড়ে গেলেন সুনীলদের কোচ। সেখানে ২৫ থেকে ৩১ অক্টোবর ২০২২-এর এশিয়ান চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে ইগরের প্রশিক্ষণাধীন ভারতীয় যুব দল। তার আগে ক্রোয়েশিয়ান কোচ বলে দিলেন, ‘‘সাফ জয় নিয়ে আমাদের উৎফুল্ল হওয়ার কোনও কারণ নেই। আমি এটাকে বিশেষ সাফল্য হিসেবে দেখছি না। কারণ, এটাই স্বাভাবিক যে, সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিলে ভারতই কর্তৃত্ব করবে এবং ট্রফি জিতবে। কিন্তু আমাদের লক্ষ্যটা আরও বড়। সাফে আমরা দেখিয়েছি যে আমরা দল হিসেবে আরও উন্নতি করতে পারি।’’ ইগর স্বীকার করলেন, শুরুতে দুই ম্যাচে ড্র করে দল চাপে পড়ে গিয়েছিল। কিন্তু সেই চাপ সামলেই খেতাব জিতেছে। এটাই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : ব্যর্থ ওয়ার্নারের পাশে দাঁড়াচ্ছেন ম্যাক্সওয়েল

আগামী বছরের শুরুতে ২০২৩ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচ সুনীল-মনবীরদের। এখনও গ্রুপ বিন্যাস বা সূচি প্রকাশিত না হলেও ফেব্রুয়ারির ১ তারিখ প্রথম ম্যাচ ভারতের। হাতে সময় নেই। তার উপর আইএসএলের মরশুম। তাই প্রস্তুতি নিয়ে চিন্তায় ইগর। বললেন, ‘‘জানি না, কোন ফুটবলারদের আমি হাতে পাব। যদি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে ভাল ফল করতে হয়, যদি মূলপর্বে যেতে হয়, তাহলে ভারতীয় দলের খেলোয়াড়দের ঠিকঠাক প্রস্তুতি দরকার। আমাদের কথা বলতে হবে আইএসএল কর্তৃপক্ষ ও ক্লাবগুলির সঙ্গে। ফেডারশনকেও ক্লাবগুলিকে রাজি করাতে হবে জাতীয় দলের প্লেয়ার ছাড়ার জন্য।’’

Latest article