মেন্টর ধোনিতে মজেছেন রাহুল

Must read

দুবাই, ১৯ অক্টোবর : টি-২০ বিশ্বকাপে বিরাট বাহিনীর মেন্টরের ভূমিকায় এমএস ধোনি। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ধোনির এই প্রত্যাবর্তনকে দু’হাত তুলে স্বাগত জানাচ্ছেন কেএল রাহুল। বিশ্বকাপের ২২ গজে বল গড়ানোর আগে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন রাহুল। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে ছশোর বেশি রান করার পর, সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ঝোড়ো হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। অধিনায়ক বিরাট কোহলিও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রোহিত শর্মার সঙ্গে রাহুলই ওপেন করবেন।

আরও পড়ুন সাফ জয় ‘বিশেষ সাফল্য’ নয়, ইগরের মাথায় এশিয়ান কাপ

ডানহাতি ভারতীয় ওপেনার আবার মজে রয়েছেন ধোনিতে। কোনও রাখঢাক না করেই রাহুল বলছেন, ‘‘অবশ্যই এমএস ধোনির প্রত্যাবর্তন দলের কাছে দারুণ ইতিবাচক ঘটনা। আমরা ওঁর নেতৃত্বে খেলেছি। এবার মেন্টর হিসেবে পাচ্ছি। তবে অধিনায়ক থাকাকালীনও ধোনি আমাদের মেন্টর ছিলেন।’’
রাহুল আরও বলেন, ‘‘যখন অধিনায়ক ছিলেন, তখন ড্রেসিংরুমে ওঁর উপস্থিতি, ওঁর ঠান্ডা মেজাজ আমাদের দারুণ পছন্দের ছিল। কোনও সমস্যায় পড়লেই ওঁর কাছ থেকে সাহায্য পেতাম। ফের ড্রেসিংরুমে মাহি ভাইয়ের উপস্থিতি দারুণ উপভোগ করছি।’’ ভারতীয় ওপেনারের বাড়তি সংযোজন, ‘‘ওঁর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভাল লাগে। ওঁর ক্রিকেটীয় মস্তিষ্ককে পুরোপুরি কাজে লাগানোই আমাদের লক্ষ্য।’’
এদিকে, টিম ইন্ডিয়ার অন্দরমহলে সময়টা ভালই কাটাচ্ছেন ধোনি নিজেও। সোমবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের পর হঠাৎ করেই ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল ধোনির। বিশ্ব ক্রিকেটের দুই মহাতারকার আড্ডা দেওয়ার ছবি মঙ্গলবার নিজেদের ট্যুইটারে পোস্ট করেছে বিসিসিআই। নীচে ক্যাপশন দেওয়া হয়েছে—‘‘দুই কিংবদন্তির এক স্মরণীয় মুহূর্ত।’’

Latest article