বড় বড় কথা না বলে খেলে দেখাও, পাকিস্তানকে এক হাত শেহবাগের

Must read

নয়াদিল্লি, ১৯ অক্টোবর : রবিবাসরীয় ভারত-পাক ক্রিকেট ম্যাচ নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই পরস্পরের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। বাইশ গজে বল গড়ানোর আগেই শুরু হয়ে গিয়েছে দু’পক্ষের মধ্যে বাকযুদ্ধও।

বিশ্বকাপের (ওয়ান ডে হোক বা টি-২০) ইতিহাসে ভারতের বিরুদ্ধে কখনও জয়ের স্বাদ পায়নি পাকিস্তান। তবে এবার নয়া ইতিহাস গড়তে মরিয়া পাক ক্রিকেটাররা। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম তো আগাম হুঙ্কার দিয়ে রেখেছেন বিরাট কোহলিদের হারানোর। এরই মধ্যে জনৈক পাক সংবাদিক আবার মন্তব্য করে বসেছেন, ‘‘এবার তারিখ পাল্টে দেব।’’ অর্থাৎ টি-২০ বিশ্বকাপে ভারতকে হারিয়ে দেবে পাকিস্তান।
এক সাক্ষাৎকারে তারই পাল্টা দিলেন বীরেন্দ্র শেহবাগ।

আরও পড়ুন : মেন্টর ধোনিতে মজেছেন রাহুল

প্রাক্তন ভারতীয় ওপেনারের কটাক্ষ, মুখে বড় বড় কথা না বলে পাকিস্তান বরং মাঠে নেমে পারফরম্যান্স করুক। বীরুর চাঁছাছোলা মন্তব্য, ‘‘বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাফল্যের কারণ হল, আমরা বড় বড় কথা বলি না। কিন্তু পাকিস্তান সব সময়ই বড় বড় মন্তব্য করে এসেছে। ভারত তা না করে বরং প্রস্তুতিতে বাড়তি নজর দিয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘২০১১ সালের বিশ্বকাপ হোক কিংবা ২০০৩ সালের বিশ্বকাপ, আমাদের উপর চাপ সব সময়ই কম ছিল। কারণ আমরা প্রতিবারই ওদের থেকে ভাল জায়গায় ছিলাম।’’

তবে শেহবাগ মনে করেন, রবিবার পাকিস্তানের জেতার যথেষ্ট সুযোগ রয়েছে। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, “পঞ্চাশ ওভারের তুলনায় টি-২০ ফরম্যাটে পাকিস্তানের জেতার বেশি সুযোগ রয়েছে। কারণ এই ফরম্যাটে একজন ক্রিকেটারের পারফরম্যান্স একটা দলকে হারিয়ে দিতে পারে।’’

Latest article