এবারের বিশ্বকাপ স্পিনারদের: রশিদ

Must read

দুবাই, ১৯ অক্টোবর : সংযুক্ত আরব আমিরশাহির মন্থর পিচে ছড়ি ঘোরাবেন স্পিনাররা। টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করার আগে এমনটাই জানালেন রশিদ খান। আগামী সোমবার বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে আফগানিস্তান। প্রতিপক্ষ বাছাই পর্ব থেকে উঠে আসা একটি দল।

সদ্যসমাপ্ত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দারুণ পারফর্ম করেছেন রশিদ। মরুদেশে টানা খেলার অভিজ্ঞতা থেকে আফগান লেগ স্পিনারেরর আত্মবিশ্বাসী মন্তব্য, ‘‘এখানকার পিচ ও পরিবেশ বরাবরই স্পিনারদের সহায়ক।

আরও পড়ুন দুটো ওভার বল করলেই দলের লাভ, হার্দিককে নিয়ে কপিল

তাই আমার ধারণা, এই বিশ্বকাপ স্পিনারদের হতে চলেছে। আইপিএলে খেলার সময়ও দেখেছি, বল হাতে স্পিনাররা পার্থক্য গড়ে দিচ্ছে। বিশ্বকাপেও এর অন্যথা হবে বলে মনে হয় না।’’ এখানেই না থেমে রশিদ আরও যোগ করেছেন, ‘‘এমনটা নয় যে, পিচের ওপরেই সব কিছু নির্ভর করছে। আমি যেটা বলতে চাইছি, এখানকার পিচ থেকে স্পিনাররা বাড়তি সুবিধে পাবে। কারণ মন্থর উইকেটে বল পড়ে স্কিড করলে ব্যাটসম্যানরা সমস্যা পড়ে।’’

Latest article