দুটো ওভার বল করলেই দলের লাভ, হার্দিককে নিয়ে কপিল

Must read

নয়াদিল্লি, ১৯ অক্টোবর : বিরাট-বাহিনীর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সমর্থনে মুখ খুললেন কপিল দেব। ৮৩’-র বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক কোনও রাখঢাক না করেই জানাচ্ছেন, হার্দিক যদি প্রতি ম্যাচে দুটো করে ওভারও বল করতে পারেন, তা হলেই ভারতীয় দলের গভীরতা ও বৈচিত্র্য বাড়বে।

সদ্যসমাপ্ত আইপিএলে এক ওভারও বল না করে টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে পড়েছেন হার্দিক। যা নিয়ে ক্রিকেট মহলে জোর চর্চা চলছে। প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর সম্প্রতি জানিয়েছেন, হার্দিক যদি দুটো প্রস্তুতি ম্যাচে বল না করেন, তা হলে তাঁকে বিশ্বকাপের ম্যাচে খেলানো উচিত নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাট করলে, হার্দিক কিন্তু বল করেননি।

আরও পড়ুন : করোনার কারণে আবির্ভাব দিবসে ভিড় কম তারাপীঠে

এই পরিস্থিতিতে কপিলের বক্তব্য, ‘‘একজন অলরাউন্ডার সব সময়ই দলের সম্পদ। হার্দিক যদি বল না করে, তা হলে ভারতের পারফরম্যান্সে খুব একটা প্রভাব পড়বে না। কিন্তু টিমে ওর উপস্থিতি মানেই বিরাটের হাতে বাড়তি বিকল্প থাকা।’’ কপিল বলেন, ‘‘যখন ভারতীয় দলে সৌরভ গঙ্গোপাধ্যায় ও শচীন তেন্ডুলকর খেলত, তখন ওরা চার ওভারের মধ্যে দুটো ওভার অনায়াসে করে দিত। আর এতে লাভবান হত ভারতীয় দল। হার্দিকও যদি অন্তত দুটো ওভারও করে দিতে পারে, তা হলেই বিরাটদের টিমের গভীরতা বেডে় যাবে।’’

ক্রিকেটের ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘যদি কেউ নেটে প্রতিদিন ৪০-৫০টি করে বল করে। তা হলেই ম্যাচে বোলিং করার মতো আত্মবিশ্বাস পেয়ে যাবে। কিন্তু নেটে নিয়মিত বোলিং না করলে, ম্যাচে বল করা খুব কঠিন।’’

Latest article