প্রতিবেদন: চলতি সপ্তাহেই দিল্লির অর্ডিন্যান্স সংক্রান্ত বিলটি সংসদে আনতে চলেছে মোদি সরকার। বিলটির বিরোধিতা করে ইতিমধ্যেই কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে। এই বিলের বিরোধিতা করে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে চিঠি দিল আম আদমি পার্টি। আপের রাজ্যসভার চেয়ারম্যান রাঘব চাড্ডা বিলটিকে অসাংবিধানিক বলে মন্তব্য করে চিঠি দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যানকে।
আরও পড়ুন-সেনার কমান্ডোদের ক্ষমতা বৃদ্ধিতে সায়
অন্যদিকে, মুখ্য সচিবকে অপসারণের দাবিতে উপরাজ্যপাল ভি কে সাক্সেনাকে চিঠি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাঘব চাড্ডার আবেদন, কেন্দ্রীয় সরকারকে এই বিলটি প্রত্যাহার করার নির্দেশ দিয়ে রাজ্যসভার চেয়ারম্যান সংবিধানকে রক্ষা করুন। গত মে মাসে দিল্লির পুলিশ এবং জনসাধারণের জন্য জারি করা নির্দেশ ছাড়া বাকি সমস্ত কাজে আমলাদের নিয়ন্ত্রণ ক্ষমতা দিল্লির রাজ্য সরকারের হাতে ছেড়ে দেয় সুপ্রিম কোর্ট। যদিও তার এক সপ্তাহ পরেই এ ব্যাপারে অর্ডিন্যান্স জারি করে আমলাদের নিয়ন্ত্রণ ক্ষমতা নিজেদের হাতে রাখে কেন্দ্রীয় সরকার। সরকারের বিরোধিতায় অরবিন্দ কেজরিওয়ালের আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যেই রাজ্যসভায় বিলটির বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস, ডিএমকে, কংগ্রেস, আরজেডি থেকে শুরু করে সমস্ত বিরোধী দল।