পোর্ট অফ স্পেন, ২৪ জুলাই : ঋষভ পন্থ ফিরে এলে লাল বলের ক্রিকেটে তাঁর অবস্থান কী হবে কেউ জানেন না। কিন্তু পোর্ট অফ স্পেনে প্রাপ্য সুযোগ কাজে লাগিয়ে ঈশান কিশান বোঝালেন, তিনি প্রস্তুত আছেন।
আরও পড়ুন-খেলব শুনে চমকে গিয়েছিলাম : মুকেশ
ভারতীয় টিম ম্যানেজমেন্ট ঈশানকে ক্যারিবিয়ান সফরের দুটি টেস্ট সুযোগ দিয়েছে। আর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে চার নম্বরে নেমে তিনি ৩৪ বলে ৫২ নট আউট থেকে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। দুটি ছয় ও চারটি বাউন্ডারিতে সাজানো প্রথম টেস্ট হাফ সেঞ্চুরিতে ঈশান অবশ্য বিরাট কোহলির ভূমিকার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, চারে ব্যাট করতে যাওয়ার সময় বিরাটভাই ভরসা দিয়েছে। বলেছে নিজের খেলা খেলতে। এই ইনিংস আমার জন্য খুব স্পেশাল। জানতাম ওই পরিস্থিতিতে দলের আমার কাছে এরকম ইনিংসের প্রয়োজন আছে।
এরপর ঈশান আরও যোগ করেন, বিরাটভাই নিজে উদ্যোগ নিয়ে আমাকে চারে ব্যাট করতে পাঠাল। বলল পরিস্থিতি অনুযায়ী আমারই তখন ওখানে যাওয়া উচিত। আসলে ওদের স্লো বাঁহাতি স্পিনার তখন বল করছিল। দল আমাকে একটা দায়িত্ব দিয়েছিল। আমার কাজ ছিল সেটা পালন করা। আমাদের পরিকল্পনা ছিল বৃষ্টির পর ১০-১২ ওভার খেলে ৭০-৮০ রান তোলা।
আরও পড়ুন-ডেঙ্গি আক্রান্ত হয়ে নাবালিকার মৃত্যু কলকাতায়
পরে বিসিসিআইয়ের এক ভিডিওতে ঈশান জানান, ক্যারিবিয়ান সফরে আসার আগে এনসিএ-তে রিহ্যাব করার সময় ঋষভ পন্থ তাঁকে অনেক পরামর্শ দিয়েছিলেন। তাঁরা অনূর্ধ-১৯ থেকে একসঙ্গে অনেক ম্যাচ খেলেছেন। তাই ঋষভ জানেন ঈশান কী করতে পারেন। ঈশান বলেছেন, ঋষভ ব্যাটিং-সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছিল। ও আমার মাইন্ডসেট জানে। আমিও চেয়েছিলাম কেউ আমাকে এরকম কিছু পরামর্শ দিক।