সংবাদদাতা, তমলুক : রবিবার দুপুরে তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের ধূপা গ্রাম পঞ্চায়েত আসনের পরাজিত তৃণমূল প্রার্থী অমূল্য জানার বাড়িতে ওই আসনের জয়ী বিজেপি প্রার্থী তাপস ঘোড়ুইয়ের নেতৃত্বে নৃশংস হামলা চালায় বিজেপি। তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে এখনও পর্যন্ত চিকিৎসাধীন গুরুতর জখম তৃণমূল প্রার্থী অমূল্য জানা ও তৃণমূল কর্মী তপন হালদার।
আরও পড়ুন-তৃণমূল করার দায়ে জমির ধানবীজ নষ্ট করল বিজেপি
মঙ্গলবার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে আক্রান্ত দলীয় কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ নিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক সৌমেন মহাপাত্র। হাসপাতাল থেকে তিনি ধূপা গ্রামের আক্রান্ত তৃণমূল প্রার্থীর বাড়িও যান। সেখানে গিয়ে দেখা করেন পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে। তাঁদের সঙ্গে কথা বলে ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেন বিধায়ক। এই ঘটনার নিন্দা করে বিজেপির থেকে এলাকার মানুষজনকে সাবধান হতে বলেন তিনি।
আরও পড়ুন-জখম বালককে আর্থিক সহায়তা মন্ত্রীর
সেদিন ভাঙচুর, মারধর ছাড়াও বাড়ির এক ৮ বছরের বালকের ভাতের থালা ছুঁড়ে ফেলে দেওয়ারও অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ৭ জনের নামে অভিযোগ করেন আক্রান্ত তৃণমূল প্রার্থীর ছেলে রঘুনাথপুর-১ অঞ্চল তৃণমূল সভাপতি রাজেন্দ্রপ্রসাদ জানা। প্রসঙ্গত, ওই ঘটনায় এক মহিলা-সহ ৫ জন আক্রান্ত হন। ৩ জন বাড়ি ফিরলেও তাম্রলিপ্ত হাসপাতালে এখনও চিকিৎসাধীন আক্রান্ত তৃণমূল প্রার্থী অমূল্য জানা ও তৃণমূল কর্মী তপন হালদার। ইতিমধ্যেই ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ। বাকিদেরও খোঁজ চলছে।