প্রতিবেদন : কলকাতা পুরসভা থেকে উঠে গেল বেটারমেন্ট বা উন্নয়ন ফি (Betterment Fee)। মহানগরীর ব্যাপ্তি ঘটেছে, বেড়েছে পুর ওয়ার্ডও। এ-জন্য সংযুক্ত এলাকার উন্নয়নে বাড়ি করার জন্য কলকাতা পুরসভা নিয়ে থাকত বেটারমেন্ট ফি। অর্থাৎ একটি বাড়ি নির্মাণে একজন বাড়ির মালিককে দুটো ফি দিতে হত। তা হল— (১) নকশা অনুমোদন। (২) বেটারমেন্ট ফি (Betterment Fee)। এ নিয়ে দীর্ঘদিন অভিযোগ ছিল। শুক্রবার রাজ্য বিধানসভায় দি ওয়েস্ট বেঙ্গল টাউন অ্যান্ড কানট্রি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিলের সংশোধন হল। এর ফলে সংযোজিত ৪৪টি ওয়ার্ডে এই বেটারমেন্ট ফি দিতে হবে না। নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ (Minister Fihad Hakim) হাকিম বলেন, ১৯২৪ সাল থেকে সিআইটি ও পরবর্তীতে কেএমডিএ এই ফি নিয়ে আসছিল। অন্য ওয়ার্ডে এ-ধরনের ফি নেওয়া হত না। কিন্তু এই বৈষম্য দূর করতেই আমাদের আইনের বদল। পুরমন্ত্রী আরও জানিয়েছেন, এই ফি প্রত্যাহার করে নেওয়ার ফলে কলকাতা পুরসভার বছরে ১৯ লক্ষ টাকা ক্ষতি হবে। আলোচনার মাধ্যমে এই সংশোধিত বিলটি গৃহীত হয়। কলকাতার সংযোজিত এলাকার উন্নয়নে ইতিমধ্যে পুরসভা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী ওইসব এলাকার উন্নয়নে বিশেষভাবে নির্দেশও দিয়েছেন পুরসভাকে।