সংবাদদাতা, শিলিগুড়ি : কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ ও সার্বিক পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী শিলিগুড়ি পুর নিগম। শনিবার চিফ গভর্নমেন্ট আর্কিটেক্ট ও পূর্ত দফতরের বাস্তুকারদের নিয়ে বৈঠক করে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। বাম আমলে কয়েক দশক আগে তৈরি হয়েছিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। বর্তমানে স্টেডিয়ামের পরিস্থিতি ঠিক নেই। তাই নতুন করে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে স্টেডিয়ামের মুখ্য ব্লকটিকে ভেঙে নতুন করে চারতলা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন-সরাসরি মুখ্যমন্ত্রী সব অভিযোগের দ্রুত নিষ্পত্তির নির্দেশ, বোর্ড গঠন হলেই উন্নয়নের কাজ শুরু
এই ব্লক তৈরির একটি ড্রয়িং এদিনের বৈঠকে পেশ করেন বাস্তুকররা। বৈঠকের পর গৌতম বাস্তুকার ও চিফ গভর্নমেন্ট আর্কিটেকদের নিয়ে স্টেডিয়াম পরিদর্শন করেন। পরে বলেন, স্টেডিয়ামের কাজ করার জন্য আমরা প্রথমে পূর্ত দফতরকে দিয়েছিলাম। পূর্ত বাস্তুকার ও চিফ গভর্নমেন্ট অর্কেটেক্টরা স্টেডিয়ামের স্বাস্থ্য পরীক্ষা করেছে। তবে আমরা সার্ভে করতে গিয়ে এর কোনও ড্রইং বা ডিটেল কাগজ কিছুই পাইনি।
আরও পড়ুন-আগাম ঘােষণা ছাড়াই বহু ট্রেন বাতিল, দুর্ভোগ যাত্রীদের
এই স্টেডিয়ামের মাঠের কাজ এএফসির গাইডলাইন মেনে হচ্ছে। এটাকে আমরা আন্তর্জাতিক মানের করতে পারব। মুখ্য ব্লক ভাঙতে হবে। পরে চারতলা তৈরি করা হবে। এএফসির গাইডলাইনে যা আছে তাই করা হবে। মুখ্য ব্লকে সাড়ে চার হাজার বসার আসন হবে। টেবিল টেনিসের জন্য পৃথকভাবে ব্যবস্থা করা হচ্ছে। মাঠটাকে ভালভাবে তৈরি করা হবে। মেলা গ্রাউন্ডে আন্ডার গ্রাউন্ড পার্কিং করা হবে।