আগাম ঘােষণা ছাড়াই বহু ট্রেন বাতিল, দুর্ভোগ যাত্রীদের

রেল সূত্রে জানা গেছে, হাওড়া-বর্ধমান কর্ড ও মেন, ব্যান্ডেল-নৈহাটি, কাটোয়া-আজিমগঞ্জ ও খানা-গুমানি শাখায় রবিবার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

Must read

সংবাদদাতা, হাওড়া : ফের সিগন্যাল ও রেললাইন রক্ষণাবেক্ষণের কাজের কারণে আজ রবিবার হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় একাধিক ট্রেন বাতিল থাকছে। এর জেরে দুর্ভোগে পড়বেন বহু যাত্রী। হুগলি, বর্ধমান প্রভৃতি জেলা থেকে চিকিৎসার প্রয়োজনে কলকাতায় আসতে চাওয়া মানুষজন যেমন সমস্যায় পড়বেন তেমনি বহু সাধারণ যাত্রীও ট্রেন বন্ধের জেরে চরম দুর্ভোগে পড়বেন।

আরও পড়ুন-আজ ৪১, অবসর ওড়ালেন জিমি

রেল সূত্রে জানা গেছে, হাওড়া-বর্ধমান কর্ড ও মেন, ব্যান্ডেল-নৈহাটি, কাটোয়া-আজিমগঞ্জ ও খানা-গুমানি শাখায় রবিবার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে হাওড়া-বর্ধমান শাখায় হাওড়া থেকে আপে ৯টি, বর্ধমান থেকে ডাউনে ৫টি, নৈহাটি থেকে ৫টি, ব্যান্ডেল থেকে ৩টি, মেমারি ও চন্দনপুর থেকে ১টি করে, ব্যান্ডেল-নৈহাটি শাখায় ব্যান্ডেল থেকে ২টি ও নৈহাটি থেকে ২টি, আজিমগঞ্জ থেকে ৩টি এবং ডানকুনি-শিয়ালদহ শাখায় আপ ও ডাউনে ৬টি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও একাধিক ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে। রেলের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে যাত্রীরা বলছেন, এর ফলে যাত্রীদের চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। আগাম কিছু না জানিয়ে আচমকা রক্ষণাবেক্ষণের কথা বলে একদিনে এতগুলি ট্রেন বাতিল করায় যাত্রীরা হয়রানির মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন।

আরও পড়ুন-বর্ষা-সাহিত্যে জীবনের জলছবি

হাওড়া-বর্ধমান কর্ড লাইন প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রণব বন্দ্যোপাধ্যায় বলেন ‘রেল কিছু না জানিয়েই হঠাৎ করে রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে একসঙ্গে বিভিন্ন শাখায় একাধিক ট্রেন আচমকা বাতিল করে দিচ্ছে। এর ফলে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। কবে এই রক্ষণাবেক্ষণের কাজ পাকাপাকিভাবে শেষ হবে আমরা কিছুই বুঝতে পারছি না। যতদিন না কাজ শেষ হবে ততদিন অবধি যাত্রীদের প্রায়শই এরকম দুর্ভোগ চলবে।’ যদিও রেলের দাবি, পরিষেবার মান উন্নত করতেই দীর্ঘক্ষণ বিভিন্ন শাখায় পাওয়ার ব্লক নিয়ে রক্ষণাবেক্ষণ কাজ চলছে। সেই কারণেই মাঝে মাঝে কিছু ট্রেন বাতিল করতে হচ্ছে।

Latest article