আজ ৪১, অবসর ওড়ালেন জিমি

রবিবার ৪১-এ পড়লেন জিমি অ্যান্ডারসন। এই বয়সে অনেকেই অবসর নিয়ে প্রাক্তন হয়ে যান। কিন্তু অ্যান্ডারসন বলেছেন, তাঁর এমন কোনও ইছে নেই।

Must read

লন্ডন, ২৯ জুলাই : রবিবার ৪১-এ পড়লেন জিমি অ্যান্ডারসন। এই বয়সে অনেকেই অবসর নিয়ে প্রাক্তন হয়ে যান। কিন্তু অ্যান্ডারসন বলেছেন, তাঁর এমন কোনও ইছে নেই। যেহেতু তিনি শারীরিকভাবে ফিট। স্বচ্ছন্দে বলে করতে পারছেন। এবং তাঁর বোলিং স্কিল ঠিক আগের মতোই আছে।
ওভাল টেস্টের দ্বিতীয় দিনে অ্যান্ডারসন মিচেল মার্শকে ফিরিয়েছেন। এরপর বর্ষীয়ান এই ফাস্ট বোলার মিডিয়াকে বলেছেন, ৩০ পেরোলেই লোকে বোলারদের জিজ্ঞেস করে আর কতদিন খেলবে? কিন্তু গত তিন-চার বছরে আমি আগের মতোই সেরা ফর্মে বল করেছি। মনে হয়েছে সবকিছু আমার নিয়ন্ত্রণে রয়েছে। শরীর ঠিক আছে। স্কিলও সেই আগের মতোই।

আরও পড়ুন-বর্ষা-সাহিত্যে জীবনের জলছবি

এরপর অ্যান্ডারসন আরও যোগ করেন, অবসরের কথায় বলি, ওটা নিয়ে এখনই কিছু ভাবছি না। আমি মনে করি এখনও অনেক কিছু দেওয়ার আছে আমার। চলতি অ্যাসেজে ইংল্যান্ড নির্বাচকরা অ্যান্ডারসনকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছেন। ৩৬-এর স্টুয়ার্ট ব্রডের ক্ষেত্রেও অতীতে এমন নীতি নেওয়া হয়েছিল। ব্রড অবশ্য এখন অসাধারণ বোলিং করছেন। ওকস এবং উডের মতো তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে বোলিং করছেন।
এদিকে, অ্যান্ডারসন জন্মদিনের প্রাক্কালে আরও বলেছেন, আমার মনে হয় না আমি খারাপ বোলিং করছি বা গতি হারিয়েছি। আমার তো মনে হচ্ছে আমি কিছুই হারাইনি। আর আমি এখনও বিশ্বাস করি এই দলকে আরও কিছু দেওয়ার আছে আমার।

Latest article