এক ছাদের তলায় সব জিআই (GI) পণ্য পেতেই এবার বাইপাসের পাশে প্রস্তাবিত ‘ইউনিটি মল’ (Unity Mall) হতে চলেছে। শুধু বাংলা নয়, অন্যান্য রাজ্যের জনপ্রিয় সব পণ্য ইউনিটি মলে থাকবে বলেই জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের অধীনে থাকা ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে এই শপিং মল গড়ে তোলার চিন্তাভাবনা চলছে।
আরও পড়ুন-টি-২০ বিশ্বকাপ, এগোতে পারে আইপিএল
এই ‘ইউনিটি মল’ বাইপাসের পাশে নোনাডাঙা আদর্শনগর এলাকায় প্রায় দেড় একর জমির ওপর তৈরী হবে। এই প্রকল্পে প্রাথমিক ভাবে খরচ হতে চলেছে আনুমানিক ১৫৯ কোটি টাকা। এই শপিং মলের দৌলতেই জাতীয় ও আঞ্চলিক ঐক্য ফুটিয়ে সকলের সামনে আনা হবে। দেশের স্বনামধন্য হস্তশিল্পের প্রদর্শনী হতে চলেছে। অন্যান্য রাজ্যেও এই ধরনের শপিং মল তৈরী হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-এবারেও জেঠিমা ছিলেন শহিদ-তর্পণে
ভারতীয় পণ্যের প্রচারের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার গত মাসে মল তৈরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে । এর ওপর ভিত্তি করেই রাজ্য সরকার বাইপাসের ধারে এই ইউনিটি মল তৈরির কাজ শুরু করেছে।
আরও পড়ুন-কাশ্মীরের ব্রহ্মা শৃঙ্গ জয় চুঁচুড়ার দেবাশিসের
এই শপিং মলে রাজ্যের ভিত্তিতে ৩৬টি স্টল রাখতে হবে। থাকবে বাংলার প্রতিটি জেলার আলাদা স্টল। এই শপিং মল প্রকল্পের জন্য কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকে বিস্তারিত রিপোর্ট তৈরি করে পাঠাতে হবে ।