সিডনি, ৩১ জুলাই : ছন্দে ফিরতে অস্ট্রেলিয়া ওপেনকেই পাখির চোখ করছেন পিভি সিন্ধু। মঙ্গলবার থেকে সিডনিতে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে নিজের চেনা ফর্মে ফেরার এটাই শেষ সুযোগ সিন্ধু কাছে।
আরও পড়ুন-বুমরাকে নিয়ে সময় নষ্ট হচ্ছে: কপিল
কেরিয়ারের চরম দুঃসময়ের মধ্য দিয়ে চলেছেন সিন্ধু। শেষ দুটো টুর্নামেন্টের (কোরিয়া ও জাপান ওপেন) প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন দু’বারের অলিম্পিক পদকজয়ী। চলতি বছরে কোনও খেতাব জেতা তো দূরের কথা, ১৪টি টুর্নামেন্ট খেলে সাতটিতেই প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন। যার জেরে বিশ্ব ব্যাডমিন্টন র্যাঙ্কিংয়ে মেয়েদের সিঙ্গলসে পাঁচ ধাপ পিছিয়ে ১৭ নম্বরে নেমে গিয়েছেন।
আরও পড়ুন-রাজ্যের সব জেলা হাসপাতালে টিভি, মিউজিক সিস্টেম, সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের
সিন্ধু ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন এইচ এস প্রণয়, লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্তরা। এঁদের মধ্যে লক্ষ্য সদ্য জাপান ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন। কানাডা ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছে। ভাল ফর্মে রয়েছেন প্রণয়ও। তবে একেবারেই ছন্দে নেই শ্রীকান্ত। ছেলেদের প্রাক্তন বিশ্বের একনম্বর শেষ ১৩টি টুর্নামেন্টের ১০টিতেই দ্বিতীয় রাউন্ডের গণ্ডি টপকাতে ব্যর্থ হয়েছেন। এদিকে, বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া ওপেনে খেলছেন না সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি জুটি।