অগস্ট (August) মাসে এবার দু’টি সুপার মুন দেখার সুযোগ থাকবে প্রকৃতিপ্রেমীদের কাছে। প্রথম সুপার মুন দেখা যাবে আজ ১ অগস্ট এছাড়া দ্বিতীয় সুপার মুন দেখা যাবে ৩০ আগস্ট। পূর্ণিমাকে অনেকসময় সুপার মুন বলা হয়। এই দিন চাঁদের আকার সাধারণ দিনে দেখা অনেকটাই বড়।
আরও পড়ুন-থামছেই না যুদ্ধ, এবার জেলেনস্কির শহরে রুশ সেনার মিসাইল হামলায় মৃত একাধিক
জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে বলেও মনে করা হচ্ছে। সুপার মুন চাঁদের একটি বিরল ঘটনা। বছরে মাত্র ২-৩ বার দেখতে পাওয়া যায়। চাঁদ সূর্যের সম্পূর্ণ আলো নিয়ে পৃথিবীর খুব কাছে যায়, তখন এটি আমাদের কাছে বিশাল আকারে মনে হয়। আলোতে উজ্জ্বল পূর্ণিমা পৃথিবীর ২২৪৮৬৫ মাইল ব্যাসার্ধের মধ্যে চলে আসে।
আরও পড়ুন-কবিতায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিঁধলেন দেবাংশু
সুপার মুন মানেই এই দিনে চাঁদ পৃথিবী থেকে মাত্র ৩৫৭৫৩০ কিলোমিটার দূরে অবস্থিত থাকবে। ৩০ অগস্ট, চাঁদ পৃথিবীর কাছাকাছি আসবে এবং তাদের মধ্যে দূরত্ব ৩৫৭৩৪৪ কিলোমিটার হবে। একই মাসে দ্বিতীয় পূর্ণিমা হতে চলেছে, তাই এটিকে ব্লু মুন বলা হচ্ছে। প্রসঙ্গত এই বছর ৪টি সুপার মুন দৃশ্যমান হবে। জুন মাসেও একটি সুপার মুন দেখা গিয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল স্ট্রবেরি মুন। তার পেছনে যদিও কারণ রয়েছে। বিশ্বের বহু জায়গায় এটি স্ট্রবেরি চাষের সময়ে ঘটেছিলহয়েছিল। অগস্ট মাসে দ্বিতীয় এবং তৃতীয় সুপার মুনকে স্টার্জন মুন এবং ব্লু মুন বলা হচ্ছে। সেপ্টেম্বরে বছরের শেষ সুপার মুন দেখার সুযোগ থাকছে। যদিও বৃষ্টির কারণে মেঘলা আকাশ তাই কতটা চাঁদ দৃশ্যমান হবে সেটা ভাবনার বিষয়।