থামছেই না যুদ্ধ, এবার জেলেনস্কির শহরে রুশ সেনার মিসাইল হামলায় মৃত একাধিক

Must read

ইউক্রেনে (Ukraine war) লাগাতার হামলা চালাচ্ছে রাশিয়া (Russia)। এবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (volodymyr zelenskyy) জন্মস্থানেই মিসাইল হামলা চালাল রুশ ফৌজ। সোমবার ইউক্রেনের ক্রিভি রিহ শহরে দু’টি মিসাইল হামলা চালায় পুতিন সেনা। এর ফলে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ৬ জনের। এর মধ্যে মধ্যে দশ বছরের একটি শিশু ও তার মা রয়েছেন। আহত ৭৫ জন। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন- পাকিস্তানে জঙ্গি হামলা, মৃতের সংখ্যা বেড়ে ৫৪

রুশ হামলা প্রসঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কি (volodymyr zelenskyy) জানান, “এই হামলায় একাধিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বহু। রাশিয়া ইচ্ছে করে শান্তিপূর্ণ শহর-জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালাচ্ছে।” ক্রমেই রক্তক্ষয়ী হয়ে উঠছে রাশিয়া-ইউক্রেনের সংঘাত। রাশিয়ার কড়া প্রতিরোধের মুখে পড়েও বারবার  উঠে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে জেলেনস্কির দেশ।

প্রসঙ্গত, টানা দেড় বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Ukraine war)। যত দিন যাচ্ছে এই যুদ্ধের ঝাঁজ আরও বাড়ছে। এই যুদ্ধের ফলে গোটা বিশ্বে খাদ্য সঙ্কটও দেখা দিতে পারে। তবুও হুঁশ ফিরছে না পুতিনের সেনার। লাগাতার যুদ্ধ চলছে।

Latest article