কবিতায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিঁধলেন দেবাংশু

Must read

এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন সময়ের করা মন্তব্যের কোলাজ নিজের ফেসবুক পেজে পোস্ট করলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। সঙ্গে কবিতা লিখে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বিঁধলেন তিনি।

ছবি পোস্ট করে দেবাংশু লেখেন,
“আস্তে আস্তে খুলছে মুখোশ
নগ্ন হয়েছে ন্যায়ের রূপ..
মুখ খোলো যদি, ভীষণ শাস্তি!
তাইকি আমরা রয়েছি চুপ?”

কী প্রেক্ষিতে এই কবিতা?
বিভিন্ন সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) বিভিন্ন মন্তব্য করেন। কখনও তিনি প্রধানমন্ত্রীর কাছে সিবিআইয়ের বিরুদ্ধে নালিশ করতে চান, কখনও যোগী আদিত্যনাথের থেকে বুলডোজার ভাড়া নিতে বলেন, আবার কখনও বাংলার সরকারি স্কুল আদানির কাছে বেচে দিতে বলেন। এর থেকেই প্রমাণ হয়, গেরুয়া লাইনেই চলছেন তিনি- অভিযোগ রাজনৈতিক মহলের। সেই কথার ইঙ্গিতই নিজের পোস্টে দিয়েছেন দেবাংশু (Debangshu Bhattacharya)। একই সঙ্গে গত বছর করা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্যের কথাও লেখেন তৃণমূলের যুব নেতা। সেখানে তিনি প্রয়োজনে গান্ধী পরিবারের সম্পত্তির হিসেব চাওয়ার কথা বলেন- যেটা বিজেপি নেতাদের মুখের বুলি। এই সব দেখেই তাঁর সঙ্গে বিজেপি-ঘনিষ্ঠতার অভিযোগ তোলেন শাসকদলের নেতারা। কটাক্ষ করে কবিতা লেখেন দেবাংশু।

আরও পড়ুন- প্রয়াত শোভনদেবের দাদা তপন চট্টোপাধ্যায়, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Latest article