প্রতিবেদন : দেশে জিএসটি প্রতারণার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় কেন্দ্রের দিকে আঙুল তুলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি লিখলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকার জিএসটি কেলেঙ্কারির বিশাল অঙ্কটা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অর্থদফতরের মুখ্য উপদেষ্টা অমিত মিত্রের মন্তব্য, এটা হিমশৈলের চূড়ামাত্র। কল্পনাও করা যাচ্ছে না জালিয়াতির আসল অঙ্কটা। প্রতারণার ভয়াবহ চিত্রটাও উঠে এসেছে অমিতবাবুর চিঠিতে।
আরও পড়ুন-এনবিএসটিসির কর্মীদের ভাতাবৃদ্ধি
গত দু’মাসে মোট ৬৯ হাজার ৪২৬টি জিএসটি রেজিস্ট্রেশন নম্বর যাচাই করে দেখা গিয়েছে, এর মধ্যে ২০,৮৯৩টি ক্ষেত্রে কোনও অস্তিত্বই নেই সংস্থার। এগুলি খোলার লক্ষ্যই ছিল আসলে প্রতারণা। ফলে জিএসটি ফাঁকির অঙ্ক দাঁড়িয়েছে ১৯,৬৩৮ কোটি টাকা। এখানেই শেষ নয়, এখনও পর্যন্ত যে ১ কোটি ৪০ লক্ষ ব্যবসা জিএসটিতে নথিভুক্ত হয়েছে তার মাত্র ০.৪২ শতাংশ ক্ষেত্রে তথ্য যাচাই করে দেখা গিয়েছে ৩০ শতাংশ ক্ষেত্রেই কোম্পানিগুলির কোনও রেজিস্ট্রেশনই নেই বাস্তবে। অমিতবাবুর ক্ষোভের কারণ, এই ধরনের প্রতারণার প্রবণতা দ্রুত বাড়তে থাকায় গভীর সমস্যার মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প।