এনবিএসটিসির কর্মীদের ভাতাবৃদ্ধি

পরিবহণ কর্মীদের সেই দাবি পূরণ করেছে রাজ্য৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মীদের পাশে আছেন তা আরও একবার প্রমাণিত হল।

Must read

সংবাদদাতা, কোচবিহার : উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের ৩ শতাংশ করে বার্ষিক ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার। বকেয়া ভাতা পেয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, অর্থ দফতরের কাছে আবেদন জানানো হয়েছিল। পরিবহণ কর্মীদের সেই দাবি পূরণ করেছে রাজ্য৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মীদের পাশে আছেন তা আরও একবার প্রমাণিত হল। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় এখন অস্থায়ী কর্মী আছেন ৮০০ জন।

আরও পড়ুন-গোরক্ষার নামে ২ খুনের অভিযুক্তই দাঙ্গার পান্ডা

এই অস্থায়ী পরিবহণ কর্মীদের মধ্যে আছেন বাসচালক কন্ডাক্টর ও অফিস কর্মী। যাদের মাসিক বেতন এই রাজ্য সরকার ইতিমধ্যেই ১৩ থেকে ১৪ হাজার টাকা করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল৷ বর্ধিত বার্ষিক ভাতা পেয়ে এই অস্থায়ী কর্মীরা খুশি৷ রাজ আমল থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চলছে। বাম আমলে কর্মীরা সঠিকভাবে বেতন পেতেন না। সঠিক বেতনের দাবিতে কর্মীরা আন্দোলনও করেন। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই হাল ফিরেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার।

আরও পড়ুন-মণিপুরে জঙ্গলরাজ চলছে, ফের বোঝাল সুপ্রিম কোর্ট

আধুনিক মানের বাস ইতিমধ্যেই চলছে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে। যাত্রীদের আরও স্বাচ্ছন্দ্য দিতে ইলেকট্রিক বাসও আসছে৷ প্রত্যন্ত এলাকায় একাধিক নতুন রুটে বাস চলাচল শুরু হয়েছে। এরই পাশাপাশি অস্থায়ী পরিবহণ কর্মীদের কথাও ভেবেছে রাজ্য সরকার। বার্ষিক বর্ধিত এই ভাতা পেয়ে খুশি পরিবহণ কর্মীরা৷ এতে যাত্রীদের আরও পরিষেবা আরও ভাল করে দেওয়া যাবে বলে জানিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।

Latest article