গোরক্ষার নামে ২ খুনের অভিযুক্তই দাঙ্গার পান্ডা

হরিয়ানার গুরুগ্রামের কাছে নুহতে সোমবার বিশ্ব হিন্দু পরিষদের জলাভিষেক শোভাযাত্রাকে কেন্দ্র করে হিংসার আগুন জ্বলে।

Must read

প্রতিবেদন : আবার আর একটি বিজেপি শাসিত রাজ্য। জাতিদাঙ্গায় বিধ্বস্ত মণিপুর যখন আলোচনার কেন্দ্রে, তখন ফের বিজেপি রাজ্য হরিয়ানার হিংসা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে আগুন জ্বলছে। একাধিক প্রাণহানিও ঘটেছে। গোষ্ঠী সংঘর্ষে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫। মৃতদের মধ্যে স্থানীয় ইমাম-সহ ২ হোমগার্ডও রয়েছেন। আর এই হিংসার ঘটনায় নতুন করে নাম উঠে আসছে বজরং দলের কুখ্যাত পান্ডা মনু মানেসরের। পুলিশের খাতায় ‘পলাতক’ এই বজরঙ্গিই রাজস্থানে গোরক্ষার নামে দুই খুনের প্রধান অভিযুক্ত। গুরুগ্রামের ঘটনাতেও নাম উঠে আসছে বিজেপির প্রশ্রয়ে থাকা কট্টর হিন্দুত্ববাদী এই ব্যক্তির।

আরও পড়ুন-মণিপুরে জঙ্গলরাজ চলছে, ফের বোঝাল সুপ্রিম কোর্ট

হরিয়ানার গুরুগ্রামের কাছে নুহতে সোমবার বিশ্ব হিন্দু পরিষদের জলাভিষেক শোভাযাত্রাকে কেন্দ্র করে হিংসার আগুন জ্বলে। জানা গিয়েছে, সভা উপলক্ষে মনু মানেসর সোশ্যাল মিডিয়ায় একটি উসকানিমূলক পোস্ট করেন। এরপর তাঁর উপস্থিতির গুজবকে কেন্দ্র করেই সোমবার দুই গোষ্ঠীর সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে। এর জেরে দুই হোমগার্ড-সহ ৫ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। হিংসা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে গুরুগ্রামে, রাতারাতি একটি মসজিদে আগুন দেওয়া হয়। চলতি বছরের শুরুতে সংখ্যালঘু সম্প্রদায়ের দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত বছর ৩০-এর মনু মানেসর। ভিওয়ানিতে একটি পোড়া গাড়িতে মৃত অবস্থায় পাওয়া দুই মুসলিম ব্যক্তি পশু ব্যবসায়ী জুনায়েদ ও নাসিরকে অপহরণ ও হত্যার অভিযোগ ওঠে মনুর বিরুদ্ধে। তারপর থেকেই পলাতক ছিল এই বজরঙ্গি নেতা।

Latest article