লন্ডন, ১ অগাস্ট : অ্যাসেজ শেষ হলেও বিতর্ক থামার কোনও লক্ষণ নেই! অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল পাল্টানো নিয়ে তদন্তের দাবি তুলেছিলেন রিকি পন্টিং। এবার পন্টিংয়ের সুরে সুর মেলালেন উসমান খোয়াজা। তাঁর বক্তব্য, অস্ট্রেলীয় ইনিংসের ৩৭তম ওভারে যে পুরনো বল বেছেছিলেন দুই আম্পায়ার, তা কার্যত নতুন ছিল।
আরও পড়ুন-ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে সাড়ে ৯ হাজারের বেশি আবেদন, শিল্পের সমাধান দারুণ সাড়া
খোয়াজা জানাচ্ছেন, বল পাল্টানোর সময় আমি আম্পায়ারদের সঙ্গে কথা বলি। যে বল বাছা হয়েছিল, তাতে লেখাগুলো স্পষ্ট পড়া যাচ্ছিল। একেবারে নতুন বলের মতোই শক্ত ছিল। দেখে মনে হচ্ছিল বলটা খুব বেশি হলে আট ওভার পুরনো। কিন্তু আম্পায়াররা বললেন, বাক্সে আর তেমন কোনও পুরনো বল নেই। ব্যক্তিগতভাবে মনে করি, পুরনো বল না থাকলে, আগের বল দিয়েই খেলা চালানো উচিত ছিল।
আরও পড়ুন-জমিজট কাটিয়ে শুরু হয়ে গেল প্রায় ৪ কোটির সরকারি প্রকল্প, চার মাসেই চালু হবে নতুন দমকল কেন্দ্র
রবিবার বৃষ্টির জন্য খুব বেশিক্ষণ খেলা হয়নি। কিন্তু সোমবার সেই পুরনো বলই অস্ট্রেলীয় ব্যাটারদের জন্য ঘাতক হয়ে দাঁড়ায়। খোয়াজার মন্তব্য, আমাদের ইনিংসের ৯৫তম ওভারেও ওই বল সুইং করেছে। বোঝা যাচ্ছে বলটা মোটেই পুরনো ছিল না। আশা করব, এই ঘটনার পর আইসিসি বল পাল্টানোর নিয়ম নিয়ে চিন্তা-ভাবনা করবে। বিতর্কের এখানেই শেষ নয়। অ্যাসেজ শেষ হওয়ার পর প্রথা অনুযায়ী দু’দলের ক্রিকেটাররা একসঙ্গে পার্টি করে থাকেন। কিন্তু সোমবার রাতের সেই অনুষ্ঠানে যাননি ইংল্যান্ডের ক্রিকেটাররা। দেরি দেখে স্টিভ স্মিথ ডাকতেও গিয়েছিলেন বেন স্টোকসদের। কিন্তু ইংল্যান্ডের ড্রেসিংরুমের দরজা বন্ধ ছিল। স্টোকস পরে ট্যুইট করে জানান, ড্রেসিংরুমে আমাদের কিছু অনুষ্ঠান ছিল। তাই একটু দেরি হয়। আমরা ঠিক করেছিলাম, নাইট ক্লাবে অস্ট্রেলীয়দের সঙ্গে দেখা করব।