জমিজট কাটিয়ে শুরু হয়ে গেল প্রায় ৪ কোটির সরকারি প্রকল্প, চার মাসেই চালু হবে নতুন দমকল কেন্দ্র

তবে জঙ্গিপুর মহকুমার কোনও এলাকায় আগুন লাগার ঘটনা ঘটলে বহরমপুর বা ধুলিয়ান থেকে দমকল বাহিনীর পৌঁছতে অনেকটা সময় লেগে যায়।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : জমিজট কাটিয়ে দমকল কেন্দ্র গড়ার পথে এক ধাপ এগোল জঙ্গিপুর। নতুন এই কেন্দ্রটি চালু করার জন্য ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষে প্রায় ৩.৬৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চার মাসের মধ্যে এই অগ্নিনির্বাপক কেন্দ্রের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে।

আরও পড়ুন-সীমান্ত জুড়ে কড়া নজরদারি

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার ধুলিয়ানে বর্তমানে একটি অগ্নিনির্বাপক কেন্দ্র রয়েছে। তবে জঙ্গিপুর মহকুমার কোনও এলাকায় আগুন লাগার ঘটনা ঘটলে বহরমপুর বা ধুলিয়ান থেকে দমকল বাহিনীর পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। রাজ্যের শ্রম দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেনের উদ্যোগে বছরখানেক আগে রঘুনাথগঞ্জ শহরের কাছে নতুন অগ্নিনির্বাপক কেন্দ্রটি তৈরির জন্য জায়গা খোঁজার কাজ শুরু হয়। সেই কাজ শেষ হওয়ার পর ইতিমধ্যেই পিডব্লুডি-কে তালাই মোড়ের কাজে এক একরের বেশি জায়গা নতুন অগ্নিনির্বাপক কেন্দ্র তৈরির জন্য তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-রেলের কোচে বসে সুখাদ্য, সঙ্গে প্রকৃতির রূপ দর্শন

জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, ‘‘প্রস্তাবিত নতুন অগ্নিনির্বাপক কেন্দ্রটি তৈরির জন্য রাজ্য সরকার ইতিমধ্যে ৩.৬৪ কোটি টাকা বরাদ্দ করেছে এবং মঙ্গলবার নতুন অগ্নিনির্বাপক কেন্দ্র তৈরির কাজও শুরু হয়ে গেল।’’ রঘুনাথগঞ্জ ১ ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষ বলেন, ‘‘দমকল কেন্দ্রটি তৈরি হয়ে গেলে জঙ্গিপুর মহকুমার একাধিক ব্লক ছাড়াও লালবাগ মহকুমার নবগ্রাম এবং লালগোলা ব্লকের যে কোনও প্রান্তে আগুন লাগার ঘটনা ঘটলে দমকল বাহিনী দ্রুত পৌঁছতে পারবে। আমাদের আশা নতুন বছরের আগেই এই প্রকল্পের কাজ শেষ হবে।’’

Latest article