সীমান্ত জুড়ে কড়া নজরদারি

প্রতিবেশী বাংলাদেশ থেকেই ডেঙ্গির প্রকোপ এরাজ্যে প্রবেশ করছে বলে দিন কয়েক আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : প্রতিবেশী বাংলাদেশ থেকেই ডেঙ্গির প্রকোপ এরাজ্যে প্রবেশ করছে বলে দিন কয়েক আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিধানসভায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। বাংলাদেশ থেকে ডেঙ্গি এ রাজ্যে ঢুকছে বলে আশঙ্কার কথা শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর এই আশঙ্কার পরই সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক করল স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন-রেলের কোচে বসে সুখাদ্য, সঙ্গে প্রকৃতির রূপ দর্শন

রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম নিজে উপস্থিত ছিলেন বৈঠকে। জেলার ডেঙ্গি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতেই এই জরুরি বৈঠক বলে জানা যাচ্ছে। জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী, বারাসতের মহকুমা শাসক সোমা সাউ, উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত উপস্থিত ছিলেন বৈঠকে। ছিলেন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। উল্লেখ্য, উত্তর ২৪ পরগনা জেলার একটি বড় অংশের সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে। পেট্রাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ এপার বাংলা–ওপার বাংলায় যাতায়াত করেন। এদিকে বাংলাদেশের ডেঙ্গি পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক আকার নিতে শুরু করেছে। রাজধানী ঢাকা সহ অন্যান্য বড় শহরের হাসপাতালগুলিতে ডেঙ্গি আক্রান্তের ভিড় ক্রমেই বাড়ছে। এমন অবস্থায় কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আলোচনা সেরে নিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম।

Latest article