লারার মাঠে হার্দিকদের দাপট

কিন্তু পরেরদিকে আসল খেলাটা খেলে গেলেন এই ম্যাচের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁর আর সূর্যর জুটিতে আরামসে রান উঠল।

Must read

পোর্ট অফ স্পেন, ১ অগাস্ট : বার্বাডোজে দ্বিতীয় ম্যাচকে এখন নিছকই দুর্ঘটনা বলা যেতে পারে। কারণ, ব্রায়ান লারা স্টেডিয়ামে এসে ভারতীয় ব্যাটিং আবার স্বমহিমায় ফিরেছে। রোহিত ও বিরাট এই ম্যাচেও খেলেননি। কিন্তু তাতেও ৫০ ওভারে ভারত ৫ উইকেটে ৩৫১ রান তুলেছে। শুভমন, ঈশান, সঞ্জু ও হার্দিক হাফ সেঞ্চুরি করেছেন। একমাত্র ভারতীয় ব্যাটার যিনি রান পাননি, তিনি ঋতুরাজ গায়কোয়াড়। এদিকে, রাত সওয়া বারোটায় এই খবর লেখার সময় ওয়েস্ট ইন্ডিজ বেশ চাপে। মুকেশ কুমারের তিন ধাক্কায় তারা ৮ ওভারে ২৫/৩।

আরও পড়ুন-দিনের কবিতা

যথেষ্ট ঝুঁকি নিয়ে রাহুল দ্রাবিড় এই ম্যাচে রোহিত ও বিরাটকে বাইরে রাখলেন। ঝুঁকি এইজন্য যে ভারতীয় ব্যাটিং আগের ম্যাচের মতো ভেঙে পড়লে নেটিজেনরা কোচকে একহাত নিতেন। অনেকে বলেন তুমি যদি একটা সিরিজের মধ্যে থাকো, তাহলে সেটাই তোমার প্রায়োরিটি হওয়া উচিত। এশিয়া কাপ, বিশ্বকাপ পরে। আর রোহিত-বিরাটকে বাইরে রেখে বাকিদের যদি দেখে নেওয়ার ব্যাপারই থাকে, তাহলে টেস্ট সিরিজের পরেই তাঁদের দেশে পাঠিয়ে দেওয়া যেত।

আরও পড়ুন-কেন্দ্রীয় শিক্ষানীতি মানলে রাজ্যের পড়ুয়াদের সর্বনাশ, বিধানসভায় ব্রাত্য

কিন্তু দ্রাবিড়ের চাপ কমিয়ে দিয়েছে টপ অর্ডার। ঈশান কিসান আরও একটা হাফ সেঞ্চুরি (৭৭) করলেন। আর এক ওপেনার শুভমন গিলও (৮৫) রান পেলেন। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়ে একদিনের ক্রিকেটে এদিন তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সঞ্জু স্যামসনও ( ৪১ বলে ৫১)। তবে সেট হয়েও যেভাবে এক জায়গায় দাঁড়িয়ে শেফার্ডকে শরীরের থেকে দূরে শট খেললেন, সেটা মোটেই ভাল লাগেনি। আর ইনিংসের শেষদিকে আর একটা হাফ সেঞ্চুরি হার্দিকের।

আরও পড়ুন-বিদ্বেষের বুলিতে বুলেটে ঝাঁঝরা ভারত, বাঁচাতে পাশে নিন INDIA কে

এশিয়া কাপের ভাবনা এখন দ্রাবিড়ের মাথায়। সেই পরীক্ষায় মঙ্গলবার খেলানো হল এশিয়াডের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে। কিন্তু তিনি ১৪ বলে ৮ রান করে আলজারির বলে উইকেটের পিছনে ধরা পড়লেন। রোহিত-বিরাট না খেলায় সুযোগ এসেছিল ঋতুরাজের সামনে। যেটা তিনি হাতছাড়া করলেন। দ্রাবিড় দ্বিতীয় ম্যাচের পর বলেছিলেন, রোহিতদের খেলিয়ে তিনি যে উত্তর খুঁজছেন সেটা পাবেন না। কিন্তু দুটো পার্টনারশিপ নিশ্চিতভাবে ভারতীয় কোচকে স্বস্তি দিয়েছে। প্রথম উইকেটে শুভমন-ঈশান তুলেছেন ১৪৩ রান। এরপর শুভমন ও সঞ্জুর জুটিতে উঠেছে ৬৯ রান।

আরও পড়ুন-বিদ্বেষের বুলিতে বুলেটে ঝাঁঝরা ভারত, বাঁচাতে পাশে নিন INDIA কে

কিন্তু পরেরদিকে আসল খেলাটা খেলে গেলেন এই ম্যাচের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁর আর সূর্যর জুটিতে আরামসে রান উঠল। সূর্য অবশ্য ইনসাইড আউট স্ট্রোক খেলে পয়েন্টে ধরা পড়লেন ৩৫ রানে। কিন্তু হার্দিক শেষ পর্যন্ত নট আউট থাকলেন ৭০ রানে। চারটি বাউন্ডারি, পাঁচটি ছক্কা সহযোগে। তিনি এই রান না করলে ভারতের সাড়ে তিনশো রান হয় না।

Latest article