মুম্বই, ২ অগাস্ট : আমেদাবাদে ভারত-পাক (India vs Pakistan match) বিশ্বকাপ ম্যাচ একদিন এগিয়ে এল। ১৫ অক্টোবরের বদলে এই ম্যাচ হবে ১৪ অক্টোবর। এছাড়া, পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের সূচিরও পরিবর্তন হয়েছে। ১২ অক্টোবরের বদলে হায়দরাবাদে এই ম্যাচ হবে ১০ অক্টোবর।
বিশ্বকাপের ঘোষিত সূচি অনুযায়ী ভারত ও পাকিস্তানের (India vs Pakistan match) মেগা ম্যাচ হওয়ার কথা ছিল ১৫ অক্টোবর। কিন্তু সেদিনই আমেদাবাদে নবরাত্রির সূচনা বলে মোতেরায় ম্যাচের নিরাপত্তার বিষয়টি সামনে চলে আসে। নবরাত্রির জন্য পুলিশের একটি বড় অংশ ব্যস্ত থাকলে মাঠের নিরাপত্তায় সমস্যা হতে পারে। এই আশঙ্কা থেকেই আইসিসি ও ভারতীয় বোর্ডের পক্ষ থেকে পিসিবিকে ম্যাচ একদিন এগিয়ে আনার অনুরোধ করা হয়েছিল। জানা গিয়েছে পাক বোর্ড তাতে রাজি হয়েছে।
আরও পড়ুন-৬ অগাস্ট রাজ্যজুড়ে ব্লকে ব্লকে ধর্না তৃণমূলের, জানালেন মুখ্যমন্ত্রী
একইসঙ্গে পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচও দু’দিন এগিয়ে আনা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১২ অক্টোবর হায়দরাবাদে ম্যাচ খেলে একদিন বাদেই আমেদাবাদে রোহিত শর্মাদের বিরুদ্ধে খেলতে হত বাবর আজমদের। এখন এই ম্যাচ দু’দিন এগিয়ে ১০ তারিখে করায় ভারত ম্যাচের আগে তিনদিন হাতে পাচ্ছেন বাবররা। তবে এর বাইরেও বিশ্বকাপে অংশগ্রহণকারী কয়েকটি দলের ক্রীড়া সূচির বদল হবে বলে জানা গিয়েছে। আইসিসি কয়েকদিনের মধ্যেই পরিবর্তিত সূচি ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, বিশ্বকাপের সূচি নিয়ে যাবতীয় জটিলতা কেটে যাওয়ার পর ২৫ জুলাই থেকে ভারতে বিভিন্ন ভেনু পরিদর্শনের কাজ শুরু করেছে আইসিসি প্রতিনিধি দল। মুম্বই ও চেন্নাই দিয়ে কাজ শুরু করার পর ৫ অগাস্ট কলকাতায় ইডেন পরিদর্শনের কথা আছে তাঁদের।