এক ধাক্কায় কেরোসিনের (kerosene oil) দাম ৫ টাকা বাড়াল কেন্দ্রীয় সরকার। যদিও জুলাই মাসে দুই দফায় রেশনে বিক্রি হওয়া কেরোসিনের দাম লিটার প্রতি বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। রেশনের কেরোসিনের দাম আগেই একশো টাকা ছুঁয়েছিল। কেরোসিন (kerosene oil) ডিলারদের অভিযোগ, পশ্চিমবঙ্গের (West Bengal) গরিব মানুষকে বিপদে ফেলতে এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার। ডিলারদের তরফে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে কেন্দ্রের কাছে। মনে রাখতে হবে উজালা গ্যাস দেওয়ার ক্ষেত্রে অনেক প্রচার হয়েছিল। কিন্তু উজালা ভরতুকি গ্যাস আর বাজারে মিলছে না। সাধারণ মানুষ উনুনেই রান্না করতে বাধ্য হচ্ছেন। এবার কেন্দ্রীয় সরকার কেরোসিনের একতরফা লিটার প্রতি ৫ টাকা দাম বাড়ানোয় নিম্ন আয়ের মানুষকে ফের সঙ্কটের মধ্যে পড়তে হচ্ছে। আসলে গরিব মানুষদের আর্থিক উন্নয়নের বদলে কেন্দ্র আর্থিক সঙ্কটের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে।