বৃষ্টিতে শিয়ালদহ মেন লাইনে ধস, বিপর্যস্ত ট্রেন-চলাচল

Must read

রাতভর বৃষ্টিতে রেললাইনে ধস। এর জেরে বুধবার সকাল থেকে ব্যাহত শিয়ালদহ (Sealdah Main Line) উত্তর শাখার ট্রেন-চলাচল। বাতিল ৫টি লোকাল ট্রেন। দুর্ভোগে নিত্যযাত্রী থেকে শুরু করে বহু সাধারণ যাত্রী। জানা গেছে, বৃষ্টির জেরে লাইনের নিচের মাটি সরে গিয়ে ধস নামে শিয়ালদহ (Sealdah Main Line) ও বিধাননগর স্টেশনের মাঝে কাঁকুড়গাছি কেবিন সংলগ্ন একটি জায়গায়। ভোর পৌনে ৬টা নাগাদ বিষয়টি লক্ষ্য করা যায়। এরপরই ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। অনেক আপ ট্রেনকে অন্য লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। রেলকর্মীরা মেরামতের কাজ শুরু করেন। ৯টা ৪০ মিনিট থেকে ফের ওই লাইনে ট্রেন চলাচল শুরু হলেও গাড়ির গতিবেগ ঘণ্টায় ১০ কিমির নিচে রাখা হয়। এর ফলে শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট, বনগাঁ, ডানকুনি শাখার একাধিক ট্রেন অনেক দেরিতে চলে। চূড়ান্ত নাকাল হন যাত্রীরা। রেলের এইরকম পরিষেবার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে যাত্রীরা বলেন উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবেই মাঝারি বৃষ্টিতেই লাইনে ধস নেমে গিয়ে ট্রেন-চলাচল বিপর্যস্ত হয়ে গেল। ঠিকঠাক রক্ষণাবেক্ষণ হলে এমনটা হত না বলে যাত্রীরা মনে করছেন। কেন এই ধস নামল তার প্রকৃত কারণ রেলকর্তারাও বলতে পারছেন না। রেল আধিকারিকদের অনুমান, কাঁকুড়গাছি কেবিন তৈরির সময় মাটি কাটা হয়েছিল। সেইসময় লাইন বাঁচাতে লোহার পাত মাটিতে পুঁতে গার্ডওয়াল তৈরি করা হয়েছিল। কিন্তু বৃষ্টির জেরে সেই গার্ডওয়াল ভেঙে মাটি নিচের দিকে ধসে যায়। ফলে জায়গাটিতে একটি বিশাল গর্ত হয়ে যায়। সেই গর্ত বালির বস্তা দিয়ে ঢেকে ভর্তি করা হয়। পাশাপাশি ধীর গতিতে ট্রেন চালিয়ে দেখা হয় লাইন কোনওভাবে বসে বা বেঁকে যাচ্ছে কিনা।

আরও পড়ুন- রাজভবন বাধা হয়ে দাঁড়াচ্ছে উচ্চশিক্ষায়

Latest article