ব্যর্থতা ঢাকতে মিথ্যে গল্প ফাঁদছে ইডি, ক্ষোভ প্রকাশ অভিষেকের

Must read

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED) ব্যর্থতা তুলে ধরে কড়া ভাষায় আক্রমণ শাণালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বললেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে মিথ্যে গল্প ফাঁদছে ইডি।

কয়েকদিন আগে চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee)। সেখানে আরও কয়েকটি দিন থাকতে হবে তাঁকে। তবে বিদেশে গেলেও রাজ্যের প্রতিটি বিষয়ের দিকে নজর রাখছেন তিনি। এরই মাঝে আজ, সোমবার সকালে টুইটে অভিষেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে তোপ দাগেন। অভিষেকের দাবি, কোনও মামলায় বছরের পর বছর ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি। কিন্তু আদালতে সঠিক সময়ে প্রমাণ পেশ করতে ব্যর্থ তদন্তকারীরা। নিজেদের ব্যর্থতা ঢাকতে মিথ্যে গল্প ফাঁদছে তারা। এই খেলায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে কেন্দ্রীয় এজেন্সি।”

উল্লেখ্য, নিয়োগ সহ একাধিক মামলার শুনানিতে দীর্ঘকালীন তদন্ত সময় নষ্টের জন্য আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে ইডি। তথ্যপ্রমাণ পেশের জন্য তারিখের পর তারিখ চাইছেন তদন্তকারীদের আইনজীবী। আদালত তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছে। সামগ্রিক বিষয়টি উল্লেখ করেই এদিন সকালে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে অভিষেক আরও বলেন, “খুবই হতাশার বিষয় যে ইডির মতো সংস্থায় সব অযোগ্য অফিসাররা রয়েছেন, যাঁদের কাজই হল আমার বিরুদ্ধে সংবাদমাধ্যমের সামনে কাল্পনিক গল্প বানানো। এই কাজে তাঁরা একেবারে অপ্রতিরোধ্য। এদিকে বছরের পর বছর ধরে মানুষের করের টাকায় তদন্ত চালিয়ে যাওয়ার পরও কোনও প্রমাণ দিতে পারছে না।”

আরও পড়ুন: সংসদে ফিরছেন রাহুল গান্ধী, খুশিতে মিষ্টিমুখ INDIA জোটের

ইডির এই ভূমিকা অত্যন্ত হতাশাজনক বলেও উল্লেখ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি এই তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে রাজনীতি করছে। এবার স্পষ্ট হচ্ছে, কেন ইডির সাফল্যের হার ০.৫ শতাংশ। এতে অবাক হওয়ার কিছু নেই বলেও মনে করেন অভিষেক।

Latest article