মনিপুর যখন জ্বলছে তখন প্রধানমন্ত্রী ব্যস্ত বিদেশ সফরে। মঙ্গলবার লোকসভায় মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে অনাস্থা নিয়ে আলোচনায় এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার সংসদ সৌগত রায় (MP Sougata Roy)। পরিসংখ্যান দিয়ে সৌগত রায় বলেন মে মাস থেকে হিংসার আগুনে জ্বলছে মণিপুর আর মে থেকে জুলাই মাস পর্যন্ত সাতটি দেশ ঘুরে বেরিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর নিরবতাকে কটাক্ষ করে সৌগত রায় (Sougata Roy) বলেন, প্রধানমন্ত্রী কি রাষ্ট্রদূত, নাকি ট্র্যাভেলিং সেলসম্যান, উনি রাজস্থানে প্রচারেও গিয়েছেন। কিন্তু মণিপুর যাওয়ার সময় হয়নি ওঁর। মনিপুর সহ দেশের একাধিক জ্বলন্ত ইস্যু নিয়ে এদিন লোকসভায় অনাস্থার আলোচনায় সরব হন সৌগত রায়।
আরও পড়ুন- স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পোশাক এবার স্কুলে-স্কুলে
এদিকে এদিন রাজ্যসভাও উত্তাল ছিল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’brein) সাসপেনশন নিয়ে। দিনভর টানাপোরেনের পর ভোটাভুটি না হওয়ায় সাময়িক স্থগিতের পর সভা শুরু হলে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়, ডেরেক ও ব্রায়েনকে সভায় থাকার অনুমতি দেন এবং রাজ্যসভায় এসে জানান সব মিটে গিয়েছে। অন্যদিকে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে অনাস্থা সমতুল্য প্রস্তাব আনতে চলেছে “ইন্ডিয়া”।