স্বাধীনতা দিবসের (Independence day) আগে দিল্লিতে ‘ফুল ড্রেস রিহার্সাল’ (Full dress rehearsal) হল । ১৫ অগস্ট লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে আজ রবিবার ‘ফুল ড্রেস রিহার্সাল’ হয়। বিভিন্ন সুরক্ষা বাহিনীর জওয়ানরা কুচকাওয়াজের রিহার্সাল করেন।
আরও পড়ুন-কিশোর বিপ্লবী ও তাঁদের পরিবার
কেন্দ্রের তরফে এদিন জানানো হয়েছে, লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জাতীয় পতাকা উত্তোলন করবেন, সেই মুহূর্তের সাক্ষী থাকার জন্য ১,৮০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই তালিকায় রয়েছেন দেশের বিভিন্ন শ্রেণির মানুষ। এছাড়া থাকছেন শিক্ষক, মৎস্যজীবী, শ্রমিক, খাদি শিল্পীরাও। স্বাধীনতা দিবসে তাদের সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন-অজগর দিয়ে ম্যাসাজ, বেনজির কাণ্ড বালিতে
এবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রকের তরফে ৫০ জন নার্সকে ও তাদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় আছেন হরিয়ানার ফরিদাবাদের বাদশা খান সিভিল হসপিটালের ব্লাডব্যাঙ্কের নার্সিং অফিসার সবিতা রানিও। করোনাভাইরাসের সময় তিনি যে সাহসিকতা দেখিয়েছিলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে পুরস্কৃত করেছিলেন।