সংবাদদাতা, আলিপুরদুয়ার : নিশ্চিহ্ন বিরোধীরা। আজ, সোমবার আলিপুরদুয়ারের গঠিত হতে চলেছে বিরোধীশূন্য জেলা পরিষদ। সদ্যসমাপ্ত ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ১৮টি আসনের মধ্যে ১৮টিই পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিরোধীরা, বিশেষ করে বিজেপি খাতাই খুলতে পারেনি আলিপুরদুয়ার জেলা পরিষদে। গত জেলা পরিষদে একজন মাত্র বিজেপি সদস্যা ছিলেন কুমারগ্রাম থেকে, তিনি এবারও ভোটে দাঁড়িয়ে গোহারা হেরেছেন। তাই এবার বিরোধীশূন্য বোর্ড তৈরি হতে চলেছে আলিপুরদুয়ার জেলা পরিষদে।
আরও পড়ুন-প্রার্থী ঘোষণা হতেই প্রচার শুরু
নতুন জেলা আলিপুরদুয়ারে বিগত জেলা পরিষদ বোর্ড উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছিল। আর তার ফলস্বরূপ এবার জেলা পরিষদের ভোটে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বিরোধী দলগুলি। এবার জেলার সাধারণ মানুষ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির মিথ্যে প্রতিশ্রুতিতে ভোলেনি। কারণ ১৯-এর লোকসভা ও ২১-এর বিধানসভায় বিজেপির মিথ্যে প্রতিশ্রুতিতে ভুলে তাদের ভোট দিয়ে বিপাকে পড়েছিল এই জেলার মানুষ।
আরও পড়ুন-সিঙ্গালিলা জাতীয় উদ্যানে নতুন অতিথি ২ পান্ডা
লোকসভা ভোট জিতে সাংসদ তথা মন্ত্রী হয়ে একমাত্র নিজের উন্নয়ন ছাড়া আর কিছুই করেনি জন বারলা। আর বিধায়করা তো শুধু কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়ানো ছাড়া কিছুই করেনি। যে কারণে বিজেপিতে থেকে কিছু করতে না পেরে মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। যোগ দিয়েই তিনি কিন্তু রাজ্য সরকারের নানান উন্নয়নমূলক কাজ শুরু করতে পেরেছেন। তাই আগামিদিনে জেলার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সোমবার গঠিত হবে বিরোধীশূন্য জেলা পরিষদ।