নয়াদিল্লি, ২৪ অগাস্ট : চরম সংকটে পড়লেন ভারতীয় কুস্তিগিররা। ঠিক সময়ে নির্বাচন না হওয়ায় দেশের জাতীয় কুস্তি সংস্থাকে (ডব্লুএফআই) নির্বাসিত করল বিশ্ব কুস্তি সংস্থা (ইউডব্লুডব্লু)। ভারতীয় কুস্তি সংস্থার সদস্যপদ খারিজ করা হল। ফলে বিশ্ব কুস্তি সংস্থা পরিচালিত কোনও প্রতিযোগিতায় ভারতীয় কুস্তিগিররা অংশগ্রহণ করতে পারবেন না। সেক্ষেত্রে অলিম্পিক বা আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতায় দেশের পতাকা ছাড়াই নামতে হবে সাক্ষী মালিকদের। যেখানে ভারতীয় কুস্তিগিরদের জন্য দেশের জাতীয় সঙ্গীতও বাজবে না। অলিম্পিক এখনও অনেক দেরি। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপ আগামী মাসেই। তার ট্রায়ালের দিনও ঘোষিত।
আরও পড়ুন-স্বপ্নভঙ্গ প্রজ্ঞার, কার্লসেনই বিশ্বসেরা
গত মে মাসেই ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ভারতীয় কুস্তি ফেডারেশনে দ্রুত নির্বাচন করার কথা স্মরণ করিয়ে দিয়ে সাসপেন্ড করার হুঁশিয়ারি দিয়ে রেখেছিল। এরপর ভারতীয় অলিম্পিক সংস্থা (আইওএ) অ্যাড হক কমিটি গড়ে নির্বাচনের প্রস্তুতিও শুরু করে। কিন্তু একাধিকবার নির্বাচনের দিন ঠিক হলেও আদালতের লড়াইয়ের কারণে বারবার তা পিছিয়ে যায়। সর্বশেষ ১২ অগাস্ট ভারতীয় কুস্তি সংস্থায় নির্বাচনের দিন ঠিক হয়েছিল। কিন্তু দিন দুয়েক আগে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশে স্থগিত হয়ে যায় নির্বাচন। শেষ পর্যন্ত নির্বাসিত হতে হল ভারতীয় কুস্তি সংস্থাকে। এতে চরম বিপদে পড়লেন দেশের কুস্তিগিররা। বুধবার রাতেই ফেডারেশনের অ্যাড-হক কমিটিকে নির্বাসনের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন-সৌরভ বললেন, কাপ জিততে রোহিতদের ভাল ব্যাট করতে হবে
ভারতীয় কুস্তিতে অচলাবস্থা চলছিল চলতি বছরের শুরু থেকেই। মহিলা কুস্তিগিরদের উপর শারীরিক নির্যাতন, যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ ওঠে জাতীয় কুস্তি সংস্থার তৎকালীন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটদের মতো কুস্তিগিররা পথে নামেন। কুস্তিগিরদের লাগাতার অনশন, আন্দোলনের পর ভেঙে যায় জাতীয় কুস্তি সংস্থার বোর্ড। চেয়ারম্যান পদ থেকে অপসারিত হন ব্রিজভূষণ। এরপর কেন্দ্রের কঠিত অ্যাড-হক কমিটির উপর দ্রুত নির্বাচন করার দায়িত্ব ছিল। কমিটি ৪৫ দিনের চূড়ান্ত সময়সীমার মধ্যে নির্বাচন করতে পারেনি। তাই রেয়াত করল না বিশ্ব কুস্তি সংস্থা।