সংবাদদাতা, বালুরঘাট: বিরল রোগে আক্রান্ত ভারতীয় সেনাবাহিনীর জওয়ানের পুত্র, শিশুটিকে সুস্থ করতে ইনজেকশনের খরচ সাড়ে সতেরো কোটি টাকা, চিন্তায় গোটা পরিবার, ছোট্ট শিশুকে সুস্থ করে তুলতে মুখ্যমন্ত্রী- প্রাধানমন্ত্রীর কাছে আবেদন সেনাকর্মীর পরিবারের। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের (Balurghat) মঙ্গলপুর এলাকার বাসিন্দা ধ্রুব মণ্ডল পেশায় ভারতীয় সেনাবাহিনীর জওয়ান। ধ্রুব মণ্ডল-এর পরিবারে রয়েছে তার ৯ মাসের পুত্র সন্তান, নাম সপ্তর্ষি মণ্ডল। মণ্ডল বাড়ির পরিবারের সদস্যদের বক্তব্য ছোট্ট সপ্তর্ষি বিরল এসএমএ রোগে আক্রান্ত। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যে রোগের নাম স্পাইনাল ম্যাসকুলার এট্রোফি। জানা গেছে এটি জেনেটিক রোগ। সপ্তর্ষি-র মা জানিয়েছেন এই রোগের কারণে সপ্তর্ষি দাঁড়াতে পারলে পায়ে জোর পায় না, ঠিকঠাক বসতে পারছে না। তিনি জানিয়েছেন সপ্তর্ষির চিকিৎসার জন্য তারা প্রথমে সপ্তর্ষিকে বালুরঘাট হাসপাতালে (Balurghat Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা সপ্তর্ষি-কে কলকাতায় রেফার করে দেয়।
আরও পড়ুন-সকাল থেকে দফায় দফায় বৃষ্টি কলকাতা-সহ একাধিক জেলায়, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা