সকাল থেকে দফায় দফায় বৃষ্টি কলকাতা-সহ একাধিক জেলায়, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা

Must read

সকাল থেকে একনাগাড়ে বৃষ্টি (Rain) হচ্ছে কলকাতায়। গোটা দক্ষিণবঙ্গেই চলছে বৃষ্টি। হাওয়া অফিসের আধিকারিকরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয়। এর জেরে আগামীকাল, শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। বৃহস্পতিবার রাত থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। শুক্রবার সকালেও বিরাম নেই বৃষ্টির। এর জেরে গতকাল থেকেই তাপমাত্রা খানিকটা কমেছে। শুক্রবার ১১০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের চার জেলায়। সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।শনিবারও এমনই আবহাওয়া থাকবে। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে পারে। রবিবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। পাশপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সোমবারের পর কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন- অঙ্কের শিক্ষক থেকে সিনেমার পরিচালক

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির (Rain) সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপ অক্ষরেখার প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। আজ, শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। কোচবিহার ও দার্জিলিং জেলায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। শনিবারও রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হবে, ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে।

Latest article