প্রতিবেদন: মুসলিম পড়ুয়াদের জন্য নয়া পোশাক ফতোয়া জারি হল ফ্রান্সে। এর আগে বোরখা পরা নিষিদ্ধ হয়েছিল। এবার আরও একধাপ এগিয়ে সরকারি স্কুলে আবায়া (Abaya Dress- France) পরা নিষিদ্ধ করার পথে ফ্রান্স সরকার। রবিবার সেদেশের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবার থেকে আর সরকারি স্কুলে আবায়া পরতে পারবে না মুসলিম ছাত্রীরা। খুব শিগগিরই এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- আমার পদবি মোদি-চোকসি-মালিয়া নয়!
আবায়া হল এমন এক ধরনের ঢিলেঢালা পোশাক যা মুসলিম মেয়েরা পরে। রবিবার আবায়া (Abaya Dress- France) নিষেধের পক্ষে ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল যুক্তি দেন, সরকারি স্কুলে আর আবায়া পরা যাবে না। কোনও ছাত্রী স্কুলে এলে যাতে তার ধর্ম বোঝা না যায় সেজন্যই এই সিদ্ধান্ত। চলতি বছরের সেপ্টেম্বরেই শুরু হচ্ছে ফ্রান্সের নতুন স্কুল মরশুম। আর তা শুরু হওয়ার আগেই পোশাক ফতোয়া জারি করল প্রশাসন। ২০০৪ সালে ফ্রান্সের স্কুলে হিজাব পরা নিষিদ্ধ হয়েছিল। পরে ২০১০ সালে জনসমক্ষে মুখঢাকা পোশাক পরাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার নিষিদ্ধ আবায়া।