শাহের দলিত বিরোধী মনোভাব দেখেই বিজেপি ত্যাগের সিদ্ধান্ত, তেলেঙ্গানার নেতার ক্ষোভ

এবার বিজেপির সেকেন্ড-ইন কমান্ড হিসেবে পরিচিত অমিত শাহের বিরুদ্ধে জাতপাতের রাজনীতির বিস্ফোরক অভিযোগ তুললেন তাঁর দলেরই প্রবীণ নেতা

Must read

প্রতিবেদন : মুখে ‘সবকা সাথ সবকা বিকাশের’ গান আর কাজে ঠিক তার উল্টো। বিজেপি নেতাদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এই দ্বিচারিতা। বিভাজন ও জাতপাতের রাজনীতিই তাঁদের মূলধন। নিচুতলা থেকে শীর্ষস্তর পর্যন্ত একই ছবি। এবার বিজেপির সেকেন্ড-ইন কমান্ড হিসেবে পরিচিত অমিত শাহের বিরুদ্ধে জাতপাতের রাজনীতির বিস্ফোরক অভিযোগ তুললেন তাঁর দলেরই প্রবীণ নেতা। শাহের দলিতবিরোধী মনোভাবে ক্ষুব্ধ হয়ে দল ছেড়েছেন তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী এ চন্দ্রশেখর।

আরও পড়ুন-অশান্তি থামছেই না মণিপুরে, কুকি গ্রামে হামলায় হত ২

শাহের দলিতবিরোধী মনোভাবের নমুনাও তুলে ধরেছেন ওই দলিত রাজনীতিক। তাঁর সরাসরি অভিযোগ, খোদ অমিত শাহের দলিত বিরোধিতার জেরেই বিজেপি ত্যাগ করেছেন তিনি। চন্দ্রশেখর অভিযোগ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একবার জাতপাতের কারণে তাঁর কাছ থেকে একটি শাল গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। ওই ঘটনায় তিনি অপমানিত হন। পাশাপাশি অমিত শাহের মতো শীর্ষস্তরের এক বিজেপি নেতার দলিতবিরোধী মনোভাব দেখে বিস্মিত হয়েছিলেন বলেও জানান তিনি। এক জনসমাবেশে বিজেপির সমালোচনা করে দলত্যাগী চন্দ্রশেখর বলেন, বিজেপির জঘন্য অস্পৃশ্যতা নীতি তাঁকে দল ছাড়তে বাধ্য করেছে।

আরও পড়ুন-কেন্দ্রের ভূমিকা নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস

তিনি আরও বলেছেন, তেলেঙ্গানায় মুসলিম কোটা অপসারণে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের ঘোষণা তাঁকে একদিকে গভীরভাবে আশাহত করে এবং অন্যদিকে দল ছাড়ার কথা ভাবতে বাধ্য করে। উল্লেখ্য, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন পাঁচবারের বিধায়ক চন্দ্রশেখর। গত ২৩ এপ্রিল অমিত শাহ একটি জনসভার জন্য চেভেল্লা পরিদর্শন করার সময় তাঁর দলিতবিরোধী মনোভাব দেখে ধাক্কা খান বলে জানান এই নেতা। চন্দ্রশেখর বলেন, আমি অমিত শাহকে অভিনন্দন জানিয়ে সুন্দর শাল দিতে যাই। কিন্তু আমি দলিত বলে তিনি তা গ্রহণ করেননি। বিজেপিতে এতটাই অস্পৃশ্যতা!

 

Latest article