ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুরে (Raipur) রাখী বন্ধন উদযাপন করে ফেরার সময় দুই বোনকে গণধর্ষণ করা হয়। দশজন হামলাকারীর একটি দল জোরপূর্বক তাদের পথ অবরোধ করে এবং হামলা চালায়।
আরও পড়ুন-‘দুই দলই খুব শক্তিশালী’ ভারত-পাক মহারণ নিয়ে আর কী বললেন মহারাজ?
পুলিশ জানায়, অভিযুক্তদের মধ্যে তিনজন ফেরার সময় প্রথমে তাদের বাধা দেয়। তিনজন তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাকি সাত আসামি চারটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ করা হয়, এসময় অভিযুক্তরা দুই বোনকে প্রধান সড়ক থেকে দূরে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
আরও পড়ুন-জল্পনায় দাঁড়ি টেনে প্রকাশ্যে সৌরভের বায়োপিকের মুখ্য অভিনেতার নাম
ওই দুই বোনের সঙ্গে থাকা ব্যক্তিও মারাত্মক শারীরিক নির্যাতনের শিকার হয়। এই মর্মে, স্থানীয় বিজেপি নেতার ছেলে সহ দশজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে অপরাধমূলক কার্যকলাপের ইতিহাস রয়েছে এমন ব্যক্তিদের নাম রয়েছে। পুনম ঠাকুর, সম্প্রতি আগস্ট ২০২৩ সালে জামিনে মুক্তি পেয়েছেন। পুনম ঠাকুর স্থানীয় বিজেপি নেতা লক্ষ্মী নারায়ণ সিংয়ের ছেলে।