বৃহস্পতিবার মুক্তি পেতে চলেছে কিং খানের ‘জওয়ান’ (Jawan)। মাত্র সাত মাসের ব্যবধানে ব্লকবাস্টার ‘পাঠান’-এর পর ‘জওয়ান’ নিয়ে তৈরি শাহরুখ খান। যেখানে দর্শকরা তীর্থের কাকের মত বসে আছে সেখানে ছবি রিলিজের আগে এক মন্দির থেকে অন্য মন্দিরে ভগবানের আর্শীবাদ নিতে যাচ্ছেন কিং খান।
আরও পড়ুন-কসবার স্কুলে ছাত্রমৃত্যুতে খুনের মামলা হল অধ্যক্ষসহ ৪ জনের বিরুদ্ধে
মঙ্গলবার সকালে তিরুপতি বালাজি (Tirupati Balaji) মন্দিরে পুজো দিলেন শাহরুখ। এদিন সঙ্গে ছিলেন মেয়ে সুহানা আর জওয়ান-নায়িকা নয়নতারা। স্থানীয়দের মতোই ‘মুন্ড’ দক্ষিণী স্টাইলের কুর্তা আর সোনালি পাড়ের উত্তরীয় পরে পুজো দিলেন বাদশাহ। মন্দির থেকে বেরিয়ে ভক্তদের উদ্দেশে হাত জোর করে কৃতজ্ঞতা জানালেন। সাদা সায়োলার কামিজে বাবার পাশে ছিলেন সুহানা খান। ‘দ্য আর্চিস’-এর সঙ্গে বলিউডে কাজ শুরুর আগে তিনিও বালাজির আর্শীবাদ নিলেন।
আরও পড়ুন-উৎসবের মরশুম জুড়ে কি এবার শুধুই পদ্মার ইলিশ?
প্রসঙ্গত, গত ৩০শে অগস্ট সকালে বৈষ্ণদেবীর গিয়েছিলেন শাহরুখ। এরপর সোমবার প্রায় মধ্যরাতে তিরুপতিতে গেলেন বলিউডের কিং খান। সোমবার রাতে সাদা টি-শার্ট আর ঘন নীল হুডিতে শাহরুখকে দেখা গিয়েছে। উল্লেখ্য, তিরুপতি বালাজি বিশ্বের সবচেয়ে ধনী দেবতা। কেরিয়ারের প্রথম প্যান ইন্ডিয়া ছবি মুক্তির আগে শাহরুখ তিরুপতি বালাজি দর্শন করেন তাই এবার ব্যতিক্রম হল না।