বাঘনখের প্রত্যাবর্তন?

Must read

প্রতিবেদন : ঐতিহাসিক বাঘনখ (Wagh nakh) ফেরত দিতে পারে ব্রিটেন। যে ধারালো বাঘনখ দিয়ে একদা মোগল সেনাপতি আফজল খাঁর বুক চিরে দিয়েছিলেন ছত্রপতি শিবাজি, সেই বাঘনখ এবার ভারতকে ফিরিয়ে দিতে পারে ব্রিটেন। সেদেশের প্রধানমন্ত্রী এখন অনাবাসী ভারতীয় ঋষি সুনক, ফলে এদেশের ঐতিহ্যের সম্পদ ফেরত পাওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, লোহার তৈরি প্রচণ্ড ক্ষুরধার ঐতিহাসিক অস্ত্রটি বর্তমানে রয়েছে লন্ডনের অ‌্যালবার্ট মিউজিয়ামে। চলতি মাসের শেষেই বাঘনখটি আনতে লন্ডন যাওয়ার কথা মহারাষ্ট্রের সংস্কৃতি দফতরের রাষ্ট্রমন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ারের। মহারাষ্ট্রের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত জড়িত শিবাজির বাঘনখ (Wagh nakh) ফিরিয়ে আনাকে নিজেদের সাফল্য হিসাবে দেখাতে মরিয়া বর্তমান সরকার। তাই দ্রুত বাঘনখ প্রত্যাবর্তনে সরকারি স্তরে একটি মউ স্বাক্ষর হবে। মন্ত্রী মুঙ্গান্তিওয়ারের কথায়, ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে আমরা একটি চিঠি পেয়েছি। ওরা বাঘনখটি ফেরত দিয়ে চেয়েছে। হিন্দু ক‌্যালেন্ডার অনুযায়ী, যেদিন শিবাজি আফজল খাঁকে হত‌্যা করেছিলেন, সেই বর্ষপূর্তির দিনই আমরা বাঘনখটি ফিরিয়ে আনার পরিকল্পনা করেছি।
জানা যায়, ১৬৫৯ সালের ১০ নভেম্বর সেনাপতি আফজল খাঁ শিবাজি মহারাজকে হত‌্যার ষড়যন্ত্র করে। সেই চক্রান্তের কথা জেনে আফজলের সঙ্গে সাক্ষাৎপর্বে বাঘনখ দিয়ে আফজল খাঁর বুক চিরে তাকে হত্যা করেন শিবাজি। পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জমানায় ভারতের এই ঐতিহাসিক সম্পদ পাড়ি দেয় ব্রিটেনে।

আরও পড়ুন- শিক্ষামন্ত্রীর বৈঠকে অনুপস্থিত রেজিস্ট্রারদের এবার শোকজের চিঠি ধরাচ্ছে শিক্ষা দফতর

Latest article