লোকসভার আগে বিজেপিকে টেক্কা দিয়েছে ইন্ডিয়া

দেশজুড়ে সাত আসনে উপনির্বাচন

Must read

প্রতিবেদন : লোকসভা ভোটের আগে দেশজুড়ে নানা রাজ্যে ছড়িয়ে থাকা একাধিক আসনের উপনির্বাচনে বিরাট ধাক্কা খেল বিজেপি। অন্যদিকে, ইন্ডিয়া জোট গঠনের পর প্রথম কোনও নির্বাচনে দুরন্ত পারফরম্যান্স দেখাল বিরোধীরা। খোদ বিজেপি শাসিত উত্তরপ্রদেশেই ভরাডুবি হয়েছে বিজেপির। যোগীরাজ্যের উপনির্বাচনে সসম্মানে জিতেছে ইন্ডিয়া জোটের শরিক সমাজবাদী পার্টি। সর্বভারতীয় পর্যায়ে মোদিবিরোধী জোট তৈরির পরে গত ৫ সেপ্টেম্বর গোটা দেশের সাতটি বিধানসভা আসনে উপনির্বাচন (Bypoll Results 2023) হয়েছিল। যে ৭টি আসনে উপনির্বাচন হয়েছে সেগুলি হল পশ্চিমবঙ্গের ধূপগুড়ি, ত্রিপুরার বক্সানগর ও ধনপুর, ঝাড়খণ্ডের ডুমরি, উত্তরাখণ্ডের বাগেশ্বর, উত্তরপ্রদেশের ঘোসি এবং কেরলের পুথুপল্লি।

লোকসভা ভোটের আগে রাজনৈতিক প্রবণতা বুঝতে সাতটি উপনির্বাচনকে (Bypoll Results 2023) যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিশেষত, মোদিবিরোধী ইন্ডিয়া জোটের কার্যকারিতা বুঝতে এই ভোটপর্ব নির্ণায়ক হতে পারে বলে মনে করেছিলেন তাঁরা। সার্বিক ফলাফলে স্পষ্ট হয়েছে, জোটের কাছে ধাক্কা খেয়েছে বিজেপি। বুঝিয়ে দেওয়া গিয়েছে, বিরোধীরা ঐক্যবদ্ধ লড়াই করলে মোদির সামনে বিপদ। একজোট হয়ে লড়লে বিজেপিকে হারানো সম্ভব, এই বার্তাও দেওয়া গিয়েছে। উপনির্বাচনের এই রাজনৈতিক বার্তা বিজেপির কাছে যথেষ্ট অস্বস্তির।

আরও পড়ুন-বাঘনখের প্রত্যাবর্তন?

উপনির্বাচনের ৭টি আসনের মধ্যে বিরোধীরা চারটি আসন এবং বিজেপি জিতেছে তিনটি আসন। বিজেপির জেতা আসনের মধ্যে দুটি আবার ত্রিপুরার। যেখানে ভোটের নামে প্রহসন হয়েছে বলে শুরু থেকেই সরব ছিলেন বিরোধীরা। এমনকী ভোটলুঠের অভিযোগে গণনাও বয়কট করেন বিরোধীরা। ফলে ত্রিপুরায় বিজেপি জিতলেও অবাধ ভোট না হওয়ার কারণে এই জয় প্রশ্নবিদ্ধ।
সার্বিক ফলাফলে ত্রিপুরার দুটি আসন বাদে উত্তরাখণ্ডের বাগেশ্বর আসনে জিতেছে বিজেপি। অন্যদিকে, ধূপগুড়িতে জিতেছে তৃণমূল কংগ্রেস, উত্তরপ্রদেশের ঘোসি আসনে বিজেপির দারাসিং চৌহানকে হারিয়ে জিতেছেন সমাজবাদী পার্টির ভগবতী প্রসাদ, কেরলের পুথুপল্লিতে জিতেছে কংগ্রেস এবং ঝাড়খণ্ডের ডুমরিতে জয় পেয়েছে ইন্ডিয়া জোটের শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।

বিজেপির জেতা তিন আসনের মধ্যে দুটি ত্রিপুরার। যা নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বলেন, ওখানে ভোটই হয়নি। অবাধে ভোটলুঠ হয়েছে। উপনির্বাচনে ইন্ডিয়া জোটের সাফল্যে খুশি কংগ্রেসও। কেরলের পুথুপল্লিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চান্ডির ছেলে চাণ্ডি উমেন রেকর্ড মার্জিনে জিতেছেন। এদিন ৭টি আসনের ফল প্রকাশের পর কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির শেষের শুরু হয়ে গিয়েছে। যে সাত আসনে ভোট হয়েছে তা ৬টি রাজ্যে ছড়িয়ে। এটিকে একটি নমুনা হিসাবে ধরলে বোঝা যাবে, উত্তরপ্রদেশের মতো রাজ্যেও ওদের পায়ের তলার মাটি সরছে।

Latest article