শনিবার থেকেই নয়াদিল্লির (New Delhi) প্রগতি ময়দানে জি২০ শীর্ষ সম্মেলনের (G20 summit 2023) আসর নিয়ে উত্তেজনা তুঙ্গে। ভারতমণ্ডপম কোণারকের সূর্যমন্দিরের আদলে তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩০ জন অতিথিকে স্বাগত জানিয়েছেন। এলাহি আয়োজন অতিথিদের জন্য। এই অবস্থায়, ভূ-বিজ্ঞানমন্ত্রী কিরেন রিজিজু একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে জি২০ ২০২৩ -এর পতাকা নিয়ে স্কাইডাইভিং করছে এক যুবক।
আরও পড়ুন-বিদেশি জাহাজের ধাক্কায় ট্রলার উল্টে নষ্ট ১ টন ইলিশ
ভিডিওটি শেয়ার করে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, ‘আমার এটা খুব পছন্দ হয়েছে।’ নীল আকাশ আর সাদা মেঘের মাঝে এক যুবক তাঁর মাথায় হেলমেট, শরীরেও সুরক্ষার বর্ম নিয়ে টান টান করে মেলে রেখেছেন দুই হাতে ধরা একটি সাদা পতাকা। পতাকায় ভারতে জি২০ সম্মেলনের প্রতীক আঁকা। ইতিমধ্যেই নেট দুনিয়ায় এই ভিডিও ভাইরাল।