ব্যুরো রিপোর্ট: রাজ্যপাল রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে। শিক্ষা ক্ষেত্রে গৈরিকীকরণের চেষ্টা চলছে। রাজ্যপালের স্বৈরাচারি পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদে অবস্থানের প্রথম দিনেই এভাবেই গর্জে উঠল তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। আজ সোমবার থেকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সামনে শুরু হয়েছে অবস্থান কর্মসূচি। এদিন কলকাতা, বর্ধমান ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ে অবস্থানে সামিল হন তৃণমূল ছাত্রপরিষদের নেতা এবং সমর্থকেরা। শিক্ষাঙ্গনে রাজ্যপালের স্বৈরতন্ত্রের প্রতিবাদে গলা মেলান তাঁরা। সকাল সাড়ে দশটায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। ছিলেন তৃণমূল ছাত্রপরিষদের (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, ছাত্র পরিষদের জেলা সভাপতি তনয় তালুকদার ও রাজ্য এক্সিকিউটিভ কমিটির সদস্য সৈকত সিনহা। উত্তরবঙ্গের মতই কলকাতা এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সামনেও অবস্থানে বসেন ছাত্রনেতা-সহ বহু ছাত্রছাত্রী। এই অবস্থান কর্মসূচি চলবে আগামী ১৫ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত। রাজ্যের উচ্চ শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে বিশ্ববিদ্যালয়গুলিকে সচল রাখতে এবং ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষার্থে এই কর্মসূচি নেওয়া বলে তৃণমূল ছাত্র পরিষদের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন- রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তলব অভিষেককে, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী