কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে দমিয়ে রাখা যাবে না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একথা আগে জানা হয়ে গিয়েছে। শিরদাঁড়া বিক্রি করেননি বলেই এজেন্সিকে দিয়ে লাগাতার হেনস্থা করা হচ্ছে অভিষেককে। একুশের বিধানসভা নির্বাচনে ডেইলি প্যাসেঞ্জারি করে গোহারা হারতে হয়েছিল বিজেপিকে। আর এবার ধূপগুড়ি কেন্দ্রে উপনির্বাচনেও সেই একই অবস্থা। জয় হল উন্নয়নের। জয়ী হল তৃণমূল কংগ্রেস। এই হার সইতে পারছে না মোদির দল। আর সেই কারণেই এই হেনস্থা। এ নিয়ে আরও একবার পদ্ম শিবিরকে ধুয়ে দিলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu bhattacharya)।
আরও পড়ুন- অভিষেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে না : আদালত
নিজের এক্স হ্যান্ডেলে দেবাংশু (Debangshu bhattacharya) লিখেছেন,
পঞ্চায়েতের পরাজয়, ধূপগুড়িতে হার
এমনতরো হলে পরে রাগ হবে না কার?
ভীষণ রাগে তাইতো ছুড়ে মারছে সিবিআই
আমরা কি আর পলকা অত, একটু তে ভয় পাই?
পঞ্চায়েতের পরাজয়, ধূপগুড়িতে হার
এমনতরো হলে পরে রাগ হবে না কার?
ভীষণ রাগে তাইতো ছুড়ে মারছে সিবিআই
আমরা কি আর পলকা অত, একটু তে ভয় পাই?#ABJhukegaNehi— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) September 13, 2023