জঙ্গি ও সেনাবাহিনীর গুলির লড়াইয়ে প্রাণ হারালো ভারতীয় সেনার ডগ স্কোয়াডের সারমেয় কেন্ট (Kent)। বাঁচাতে গিয়েছিল সঙ্গী জওয়ানকে। সেই মুহূর্তে গুলির লড়াইয়ে মৃত্যু হল ৬ বছর বয়সি কেন্টের। কাশ্মীরের নারলা গ্রামে রাজৌরি এলাকার ঘটনা।
দিন কয়েক আগে পলাতক জঙ্গিদের সন্ধানে বিশেষ অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী। পলাতক জঙ্গিদের খোঁজার জন্য ‘অপারেশন সুজালিগালা’র অংশ নিয়েছিল কেন্ট (Kent)। সে ২১তম আর্মি ডগ ইউনিটের সদস্য ছিল। আচমকা সেনা-জঙ্গি গুলির লড়ায়ের সময় কেন্টের ‘হ্যান্ডলার’ পদে যে জওয়ান ছিলেন তাঁকে বাঁচাতে ছুটে যায় সে। কিন্তু তার শরীরে বুলেট লেগে ঘটনাস্থলেই মারা যায় কেন্ট। তার মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা।
আরও পড়ুন: রাজস্থানে ভয়াবহ পথদুর্ঘটনা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১১
সেনা সূত্রে খবর, সেনাবাহিনী-সন্ত্রাসবাদীদের গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে এক জঙ্গি। শহিদ হয়েছেন এক জওয়ান। গুরুতর জখম হয়েছেন দুই জওয়ান এবং এক পুলিশ কর্মী।